যে রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বেশী সেদিকে নজর দিক কেন্দ্রঃ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  করোনা মোকাবিলায় কোচবিহার জেলায় প্রশাসনিকভাবে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করলেন করোনা ভাইরাস নিয়ে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল অফিসার ডাক্তার সুশান্ত রায়।

শনিবার  তিনি সংবাদমাধ্যমের সামনে সকল কোচবিহারবাসীর কাছে আবেদন জানালেন গুজব যাতে না ছড়ায় সেবিষয়ে সকলেই যেন সতর্ক থাকে। কোচবিহারকে করোনা মুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে তিনি মূল অস্ত্র হিসাবে দুটি বিষয়কে সামনে এনেছেন।

একটি হলো নাকা চেকিং এবং দ্বিতীয়টি স্বাস্থ্য পরীক্ষা। অর্থাৎ কোচবিহার জেলার বর্ডারগুলিতে নাকা চেকিং এর ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি ব্যবস্থার পক্ষেই এদিন সওয়াল করেন তিনি।

পাশাপাশি করোনা মোকাবিলায় যারা প্রথম সারিতে রয়েছেন সাংবাদিক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী,  প্রশাসন সহ সমাজের সব অংশের কর্মী,  তাদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে জোর দেওয়ার কথাও এদিন বলেন তিনি।

শনিবার কোচবিহার জেলা শাসকের দফতরে করোনা ভাইরাস সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয় বেলা সাড়ে ১০টা নাগাদ।উপস্থিত ছিলেন করোনা ভাইরাস নিয়ে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল অফিসার  ডক্টর সুশান্ত রায় সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসর  কল্যাণ বিভাগের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, মেডিকেল কলেজের এমএসভিপি রাজীব প্রসাদ, জেলাশাসক পবন কাদিয়ান সহ অন্যান্য আধিকারিকরা।

করোনা আবহে প্রশ্নের মুখে ভবিষ্যৎ, উত্তর আছে তো সরকার বাহাদুর?

এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার সুশান্ত রায় আরও বলেন, সরকার পাশে রয়েছেন সকলের। তাই আতঙ্কিত হওয়ার কোন কারণই নেই।

এছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন বলেন,  “গোটা দেশের যে সমস্ত রাজ্যে সবথেকে বেশি ছড়িয়েছে এই করোনা ভাইরাস, সেখানেই বেশি গুরুত্ব দিক কেন্দ্র সরকার। রাজ্য সরকার করোনা প্রতিরোধে ভালো কাজ করছে। রাজ্যের সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমে করোনা প্রতিরোধে যুদ্ধকালীন তৎপরতা গ্রহণ করেছেন। তাই করোনা সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে অনেকটাই কন্ট্রোলে রয়েছে। তাই অকারণে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের ব্যতিব্যস্ত রাখার কোনো প্রয়োজন নেই।“

তিনি বলেন, করোনা পরীক্ষার কিট রাজ্য সরকার সরবরাহ করতে পারে না। কেন্দ্রের ওপর নির্ভর করে থাকতে হয় রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে আছেন। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে পর্যাপ্ত ত্রুটিমুক্ত কিট সহ যে আর্থিক সাহায্য চেয়েছেন, তা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের মিটিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এছাড়াও রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহার জেলায় সরকারি কর্মী এবং আধিকারিকরা অত্যন্ত সক্রিয় ভাবে কাজ করে চলেছেন, যা অভিনন্দনযোগ্য।

সম্পর্কিত পোস্ট