BJP নেতা Amit Malviya-র বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ রাজ্য বিধানসভায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অধ্যক্ষের অনুমতি ছাড়া অধিবেশন কক্ষের ( Assembly Session Room ) ভিতরের ছবি নেট মাধ্যম মারফত বাইরে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিজেপি নেতা অমিত মালব্যর (Amit Malviya) বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ আনা হল রাজ্য বিধানসভায় (West bengal Assembly)।
বিধানসভার নিয়ম-রীতি অমান্য করার অভিযোগে অমিতের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা পড়েছে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।দেশের সংসদের উভয় কক্ষ এবং রাজ্যগুলির বিধানসভা ও বিধানপরিষদের অধিবেশন কক্ষের অভ্যন্তরে ছবি বা ভিডিও স্পিকারের অনুমতি ছাড়া তোলা যায় না। করা যায় না রেকর্ডিং বা সরাসরি সম্প্রচার।
প্রতিটি ক্ষেত্রেই অধ্যক্ষের আগাম অনুমতি বাধ্যতামূলক। অথচ বিজেপি নেতা অমিত মালব্য এই কাজটিই করেছেন।সেকারণে মালব্যের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিশ আনা হল বিধানসভায়।
সরকারপক্ষের হয়ে এই নোটিশটি বিধানসভায় দাখিল করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee )। পাশাপাশি, বিজেপি নেতার বিরুদ্ধে বিধানসভার তরফে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। গত সোমবার ছিল রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন। সেখানেই সেদিন শাসক ও বিরোধী দলের বিধায়করা হাতাহাতির ঘটনা ঘটে।
Bengal Night Curfew 2022 : রাজ্য জুড়ে প্রত্যাহার কোভিড বিধিনিষেধ
ওইদিন বিজেপির বিধায়কেরা অধ্যক্ষের উপস্থিতিতে বিধানসভা অধিবেশন কক্ষে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারকে (TMC MLA Asit Majumdar) মেঝেতে ফেলে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)বিরুদ্ধেও অভিযোগ উঠেছে অসিতবাবুর মুখে ঘুঁষি মেরে তাঁর নাক ফাটিয়ে দেওয়ার।
ইতিমধ্যেই সেই ঘটনায় বিজেপির ৫জন বিধায়ককে চলতি বছরের জন্য বিধানসভার সব অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। কিন্তু স্পিকারের অনুমতি ছাড়া যেভাবে অমিত মালব্য সেদিনের বিধায়কদের ধ্বস্তাধ্বস্তির দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তা নিয়ে রাজ্যের নানা মহলে ক্ষোভ তৈরি হয়েছে। আর তার জেরেই এবার মালব্যের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা প্রথমে নেট মাধ্যমে আনেন মালব্যই। তারপর রাজ্যের সমস্ত বিজেপি নেতা ও বিজেপি-র বিভিন্ন অ্যাকাউন্টে ওই ভিডিওটি পোস্ট হতে শুরু করে।
স্বভাবতই তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Social Media Viral) হতেও দেরি হয়নি। বিষয়টি জানার পরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, ‘ওই বিজেপি নেতা ভিডিয়োটি টুইট করে বেআইনি কাজ করেছেন।’ এবার এই বিষয়ে যে তিনি কঠোর পদক্ষেপ নিতে চলেছেন বলে জানালেন।