ঘরে বসেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ছাড়পত্র, কীভাবে করবেন পরীক্ষা?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে লাগামছাড়া করোনা সংক্রমণ। প্রতিমূহুর্তে তৈরী করছে নতুন নতুন রেকর্ড। চারদিকে স্বজন হারানোর বুকফাটা কান্না। নেই বেড। নেই অক্সিজেন। টিকা নিয়েও বিভ্রাট। শুধু তাই নয়, কোভিড টেস্ট করাতে গিয়েও চরম বিভ্রান্তিতে পড়তে হচ্ছে আমজনতাকে। টেস্ট করলেও অনেকক্ষেত্রে সঠিক সময়ে এসে পৌঁছচ্ছেনা করোনা রিপোর্টও।
তা সত্ত্বেও ক্রমশ চাপ বেড়েছে নমুনা পরীক্ষা করার ক্ষেত্রেও। তাই এবার বাড়িতে বসেই নমুনা পরীক্ষায় ছাড়পত্র দিল ICMR। বাড়িতে থেকে কীভাবে নমুনা পরীক্ষা করা যাবে তার গাইডলাইনও প্রকাশ করা হয়েছে।
র্যাপিড অ্যান্টিজেন টেস্টের এই কিট বানিয়েছে পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড। কিটের নাম কোভিসেল্ফ প্যাথোকেচ কোভিড ১৯ ওটিসি অ্য়ান্টিজেন এলএফ ডিভাইস।
ICMR এর তরফে জানানো হয়েছে, এই অতিমারী পরিস্থিতিতে করোনার নমুনা পরীক্ষার ফল আসতে সময় লাগছে। ফলে প্রয়োজনীয় চিকিৎসা করার ক্ষেত্রেও সময় লেগে যাচ্ছে অনেকটাই। অনেক ক্ষেত্রে তৈরী হচ্ছে রোগীর জীবন মরণ টানাপোড়েন।
মৃদু উপসর্গ দেখা দিলেই যাতে দ্রুত টেস্ট করা যায় তাই এই ব্যবস্থা। কোভিড টেস্টের এই কিটে থাকবে একটি টেস্ট ডিভাইস। বাফার, ভাইরাল এক্সট্র্যাকশন টিউব, স্টেরাইল টিউব। স্ট্রিপ লাইন এবং কন্ট্রোল লাইন দেখে বোঝা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি আক্রান্ত কি না।
ফের অমানবিকতার নজির! অসুস্থ বৃদ্ধা মাকে ফেলে পালিয়ে গেল মেয়ে
ICMR তরফে জানানো হয়েছে, এই পদ্ধতি ব্যবহার করার আগে কোভিসেল্ফ মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। নিজের ফোন নম্বর দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। এরপর টেস্ট কিটের স্ট্রিপে ফেলতে হবে লালারসের নমুনা। লাইন ফুটে উঠলে ছবি তুলে আপলোড করতে হবে অ্যাপে। তা পৌঁছে যাবে ICMR কোভিড-১৯ পোর্টালে। টেস্টের ফলাফল পাঠানো হবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে।
একবার নমুনা সংগ্রহ করলেই হবে দ্বিতীয়বার করার প্রয়োজন নেই।কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে চলতে হবে। উপসর্গ থাকা সত্ত্বেও যদি রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে।