এসএমএস-এর রকম বদলে প্রতারণার ছক, সতর্ক থাকুন
ব্যাঙ্ক থেকে পাঠানো অ্যালার্ট মেসেজে কার্ড বা অ্যাকাউন্ট নম্বরের শেষ কয়েকটি সংখ্যা দৃশ্যমান থাকে, কিন্তু প্রতারকের পাঠানো ভুয়ো এসএমএস অ্যালার্টে কার্ড বা অ্যাকাউন্ট নম্বরের সবকটি সংখ্যাই ' X ' চিহ্ন দেওয়া থাকে।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা তুললে বা অর্থের লেনদেন করলে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে একটি এসএমএস অ্যালার্ট আসে।
কিন্তু কিছু এসএমএস অ্যালার্টের মাধ্যমে আপনি প্রতারিত হতে পারেন। প্রতারকের পাঠানো ভুয়ো এসএমএস অ্যালার্ট দেখতে ব্যাঙ্কের অ্যালার্ট মেসেজের মতো।
এমনকি ভুয়ো এসএমএস অ্যালার্টে, লেনদেন যদি অবাঞ্ছিত হয় তবে কার্ডটি ব্লক করার উদ্দেশ্যে প্রতারকের দেওয়া নম্বরে আপনাকে মেসেজটি ফরওয়ার্ড অথবা কল করতে বলা হতে পারে।
আরও পড়ুনঃ 5G ফোন নিয়ে ভারতের বাজারে প্রবেশ করল iQoo
ব্যাঙ্ক থেকে পাঠানো অ্যালার্ট মেসেজে কার্ড বা অ্যাকাউন্ট নম্বরের শেষ কয়েকটি সংখ্যা দৃশ্যমান থাকে, কিন্তু প্রতারকের পাঠানো ভুয়ো এসএমএস অ্যালার্টে কার্ড বা অ্যাকাউন্ট নম্বরের সবকটি সংখ্যাই ‘ X ‘ চিহ্ন দেওয়া থাকে।
এই ধরনের মেসেজের দ্বারা প্রতারিত হবেন না। নিজে সজাগ থাকুন এবং অন্যদের সতর্ক করুন।মোবাইলে ভুয়ো অ্যালার্ট মেসেজ পেলে দ্রুত জানান লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সেকশনের হেল্পলাইন নম্বরে : 8585063104।