করোনার কবলে এবার বাঁকুড়া, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যখন দেশ ও রাজ্য জুড়ে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তখন করোনার কবল থেকে নিজেদের গা বাঁচিয়ে রেখেছিল বাঁকুড়া। তবে শেষ রক্ষা হল না। বর্তমানে সেখানেই করোনা আক্রান্তের সংখ্যা ১৫।

প্রথমে ১২ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় জেলার ছাতনা ব্লকে। স্বাভাবিকভাবে একসঙ্গে এতজন আক্রান্তের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

প্রথমে পাত্রসায়রের এক কিশোরের কোভিড পজেটিভ ধরা পড়ে। ওই ঘটনায় করোন আক্রান্তের সংখ্যায় বাঁকুড়ার নাম তুলে দেয়। সেই জের কাটতে না কাটতেই ছাতনায় পজেটিভ ধরা পড়ে এক ৬৫ বছরের বৃদ্ধ ও এক ২৮ বছরের যুবকের।

এই তিনজনের পর ফের ১২ জনের কোভিড পজেটিভ ধরা পড়ে। এরপর কোতুলপুরে এক জন ও ইন্দাসে দু’জন করোনা আক্রান্তের খোঁজ পায় বাঁকুড়া জেলা প্রশাসন। রাতেই করোনা আক্রান্ত তিন জনকে ওন্দা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও জেলায় এপর্যন্ত মোট ১৫ জনের কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলেও ইতিমধ্যেই পাত্রসায়রের কিশোর ও ছাতনার বৃদ্ধ সুস্থ হয়ে উঠেছেন। আর এক আক্রান্তের কলকাতায় চিকিৎসা চলছে।

বাঁকুড়া স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন আশ্বাস দিয়েছেন, জেলাবাসীর তাই আতঙ্কের কোন কারণ নেই।তবে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন রাজ্য সরকারের স্বাস্থ্য বিধি সঠিক ভাবে মেনে চললেই বাঁকুড়ায় করোনা প্রতিরোধ সম্ভব হবে।

সম্পর্কিত পোস্ট