করোনা কাঁটায় শহর ছাড়ছে নার্সরা , সঙ্কটে স্বাস্থ্য পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা ছাড়ল আরও ১৬৯ জন নার্স৷ শুক্রবার বাংলার চাকরি ছেড়ে নিজের রাজ্যে চলে গিয়েছে ১৮৫ নার্স ৷
এভাবে চলে যেতে থাকলে নতুন সঙ্কটে দেখা দিতে পারে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায়৷ তাই বেসরকারি হাসপাতালগুলো এই সঙ্কট মোকাবিলায় ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে ৷
সূত্রের খবর, কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছে অনেক ভিন রাজ্যের বাসিন্দা নার্স ৷ করোনা সংকটের সময় তাঁরা অনেকেই নিজের রাজ্যে নিজের বাড়ি ফিরতে চাইছেন৷ সেই মূহুর্তে সংশ্লিষ্ট রাজ্যগুলির বিভিন্ন হাসপাতাল তাদেরকে অফার দিচ্ছে৷
করোনা আবহে সম্প্রীতির অনন্য নজিরের দেখা মিলল উত্তর ২৪ পরগণার মাধবপুরে
জানা গিয়েছে ,বাংলা ছেড়ে যাওয়া নার্সরা নিজের রাজ্যের হাসপাতালে অফার পেয়েই এই রাজ্যের চাকরি ছাড়ছেন ৷ দ্বিতীয় দফায় চলে যাওয়া নার্সদের মধ্যে ১৫০ জন ত্রিপুরা মনিপুর এবং মিজোরামের বাসিন্দা৷ বাকিদের বাড়ি ওড়িশা এবং ঝাড়খন্ড৷ গত শুক্রবার রাজ্য ছেড়ে চলে গিয়েছে ১৮৫ জন নার্স৷
এই পরিস্থিতিতে নার্সদের শূন্যস্থান পূরণ করতে বাংলার বেসরকারি হাসপাতালহুলো নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে৷ বেশ কয়েক মাস আগেই এ রাজ্যের অনেক বাসিন্দা নার্স হিসেবে কাজে যোগদানের আবেদন করেছে বেশকিছু হাসপাতালে৷
এরপর কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল ও বেসরকারি নার্সিং হোম সেই সমস্ত সেবিকাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে রেখেছিল৷
এই সময় নার্সদের গণইস্তফার সঙ্গে সঙ্গেই আবেদনপত্র দেখে দেখে সেই সমস্ত ইচ্ছুক নার্সদের ফোন নম্বরে যোগাযোগ করা হচ্ছে৷ এমনকি আবেদনকারীদের কাজে যোগদানের কথা জানানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ৷ এমনটাই সূত্রের খবর৷