নার্সিংহোমগুলিকে বেড, অক্সিজেন সহ সব তথ্য জানাতে হবে জেলা স্বাস্থ্য দপ্তরকে: গৌতম দেব
দ্য কোয়ারি ডেস্ক: শিলিগুড়িতে কোভিড মোকাবিলায় বিভিন্ন নার্সিংহোম কর্তাদের সঙ্গে শিলিগুড়ি পুরনিগমে বৈঠকের পর নার্সিংহোম গুলিকে কড় হুশিয়ারী দিলেন পৌর প্রশাসক গৌতম দেব। পাশাপাশি একাধিক সিদ্ধান্তের কথাাও ঘোষণা করেন তিনি।
আজ তিনি জানান, নার্সিংহোম গুলোকে তাদের হাতে থাকা বেড, অক্সিজেন সিলিন্ডার, জীবনদায়ী ইনজেকশন ইত্যাদির স্টক সংক্রান্ত প্রতিটি তথ্য প্রতিদিন জেলা স্বাস্থ্য দপ্তরকে জানাতেই হবে। তারা তা না জানালে আমরা সশরীরে ওই নার্সিংহোমে গিয়ে হাজির হব। নিজেরাই সেসব খতিয়ে দেখব। এই তথ্য লুকিয়ে রাখা চলবে না। কিছু নার্সিংহোম এই সংক্রান্ত তথ্য দিলেও কেউ কেউ এসব স্বাস্থ্য দপ্তরকে জানাচ্ছেন না।
অন্যদিকে কোভিডে মৃতদের দেহগুলি দাহ করার ক্ষেত্রে সাহুডাঙ্গি শ্মশানে রোজ চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে প্রয়োজনে শিলিগুড়ির শ্মশানঘাটেও দেহ দাহ করা হবে বলে এদিনের বৈঠকের পর জানান তিনি।
এক্ষেত্রে স্থানীয়রা কেউ বাধা দিলে তার কড়া মোকাবিলা করবে পুলিশ। গৌতম দেব জানান, এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন এবং পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছি। কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। পাশাপাশি কেউ অযথা গন্ডগোল পাকালে পুলিশ দ্রুত পদক্ষেপ করবে।
অক্সিকেন ও টেস্টের নামেও শহরে কোনও কালোবাজারি মানা হবে না বলেও জানান তিনি। সরকারি দরেই করতে হবে টেস্ট। এ নিয়ে রোগী ও তার পরিবারের অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ দিয়ে জানাতে হবে টেস্টের জন্য কত অর্থ দিতে হবে।