আইনি কৌশলে বিজেপির বাজিমাত, ত্রিপুরায় বিশ বাঁও জলে অভিষেকের পদযাত্রা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আচমকা ত্রিপুরা জুড়ে বিপ্লব দেব সরকারের তরফ থেকে জারি করা হয়েছে বিপর্যয় মোকাবিলা আইন। ৫ জনের বেশি কোন জায়গায় একসঙ্গে জমায়েত করা যাবে না। এদিন সকালে জানিয়ে দেওয়া হয়েছে তা বিজ্ঞপ্তিতে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে সমস্ত রকমের মিছিল এবং জমায়েত নিষিদ্ধ।
রাজ্য সরকারের তরফে এহেন নির্দেশিকা জারি হওয়ার পরেই কার্যত বিশবাঁও জলে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল।২২ সেপ্টেম্বর র্যালি করতে চেয়ে ত্রিপুরা হাইকোর্টে আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস।
সোমবার ত্রিপুরার সরকারকে আদালত নির্দেশ দেয় ২২ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল নিয়ে রাজ্য সরকার তার অবস্থান স্পষ্ট করুক মঙ্গলবার পর্যন্ত এই বিষয়ে সময় চায় সরকার। মঙ্গলবার সকাল হতেই রাজ্যজুড়ে জারি করা হয় ১৪৪ ধারা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই যাত্রায় ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা নিয়ে বিপ্লব দেব সরকারের কৌশলের কাছে কার্যত হার স্বীকার করল তৃণমূল। কারণ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে করোনা আবহে প্রশাসনিক সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবে না। এর আগে চারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা নিয়ে বিপ্লব দেব প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হলেও তা মেলেনি।
১৫ সেপ্টেম্বর তা বাতিল করতে হয় প্রশাসনের তরফে অনুমতি না মেলায়। তারপর ১৬ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার কারণে অনুমতি দেওয়া হয়নি। ২২ সেপ্টেম্বর অনুমতি চাওয়া হলে প্রশাসন নীরব থাকায় সরাসরি আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। তারপরই বিপ্লব দেব সরকারের কৌশলী চালে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে তৃণমূল।