নতুন জার্সিতে সংস্কৃতি তুলে ধরল ওড়িশা এফসি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। যা ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। পূর্ব ভারতীয় রাজ্যের কলা এবং সাহিত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন জার্সি নিয়ে এল ওড়িশা এফসি। যা তুলে ধরবে খাঁটি ওড়িয়া স্পিরিট।

সোমবার নিজেদের টুইটারে একটি ভিডিও প্রকাশ করে সেই কথাই জানালো ওড়িশা এফসি। নতুন থিম এবং নতুন গানের সঙ্গে একেবারে নতুন লুকে পুর্ব ভারতের অন্যতম ফুটবল ক্লাব।

 

ওড়িশা এমন একটি রাজ্য যা প্রত্যেকবারই প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু প্রচুর প্রতিকুলতা থাকা সত্ত্বেও নিজেদের সাফল্যের দিকে ছুটে চলেছে ওড়িশা। ইতিমধ্যেই দেশের মধ্যে ‘স্পোর্টস ক্যাপিটাল’ হয়ে উঠেছে ওড়িশা।

শুধুমাত্র খেলোয়াড়দের নয়, এমনকি ক্লাবের সমস্ত স্টাফের গুরুত্ব তুলে ধরা হয়েছে ভিডিওতে। যারা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে প্লেয়ারদের তৈরি করেন। ক্লাবের নতুন জার্সির রঙে ওড়িশার ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

নতুন জার্সি সম্পর্কে ক্লাব প্রেসিডেন্ট রোহান শর্মা বলেন, এই বছর আমাদের জার্সি ভীষণ স্পেশাল। নতুন জার্সি ওড়িশার সংস্কৃতিকে তুলে ধরবে। যখন কেউ এই জার্সি পড়বেন তিনি নিজেকে ওড়িশার সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন।  কারণ, এবারের জার্সি সম্পূর্ণভাবে ওড়িশার শিল্পের দ্বারা অনুপ্রাণিত।

এবারে ফ্যানদের অনুরোধে দুটো রঙয়ের জার্সিতে বেগুনি রঙয়ের ব্যবহার করা হয়েছে। তবে কালো এবং বেগুনি অফিসিয়াল জার্সি হবে বলে জানিয়েছেন ওড়িশা এফসির ক্লাব প্রেসিডেন্ট রোহান শর্মা।

ক্লাব অপারেশনাল হেড অভীক চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেকবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ওড়িশার অবস্থা কঠিন হয়ে ওঠে। কিন্তু প্রত্যেকবারই লোহার মতো শক্ত হয়ে ফের দাঁড়ায় ওড়িশা। এটাই আমাদের স্পিরিট। খাঁটি ওড়িয়া স্পিরিট।

আসন্ন সিজনে ২৩ নভেম্বর থেকে যাত্রা শুরু ওড়িশা এফসির। প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি। সেন্টিমেন্টের পাশাপাশি ময়দানের লড়াইয়ে কতটা এগিয়ে থাকে ওড়িশা এফসি? সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট