Omicron হানায় অনলাইন পঠনপাঠনেই ভরসা, আপাতত স্থগিত প্রথম থেকে অষ্টম শ্রেণীর অফলাইন ক্লাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের আপাতত সশরীরে ক্লাস শুরু হচ্ছে না। আগামী ৩ জানুয়ারি থেকে পরবর্তী শিক্ষা বর্ষের জন্য তাদের অনলাইনেই পঠন-পাঠন চলবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি ওই দিনের মধ্যে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী এবং নতুন বই দিয়ে দিতে হবে বলে শিক্ষা দফতরের তরফে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।১ এবং ২ জানুয়ারি ছুটির দিনেও বই এবং মিড ডে মিলের সামগ্রী বিতরণ এর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ফের একবার করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে স্কুল-কলেজ খোলা রাখার বিষয়ে নতুন করে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখা উচিত কিনা সে বিষয়টি নতুন করে পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন।
বর্ষবরণে বৃষ্টিপাত ! কবে জাঁকিয়ে শীত? জানাচ্ছেন আবহবিদরা…
প্রসঙ্গত আগামী ৩ জানুয়ারি থেকে সারা দেশের পাশাপাশি এ রাজ্য ১৫ থেকে ১৮ বছর বয়স্কদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে। উল্লেখ্য, আগেই রাজ্যের তরফে জানানো হয়েছে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনকে মোটেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না। সংক্রমন বাড়লে ফের কঠোর বিধিনিষেধ চালু করার পথে হাঁটতে পিছপা হবে না রাজ্য সরকার।