Omicron আক্রান্তের সংখ্যা উর্ধমুখী, জারি দুদিনের লকডাউন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমে গোটা দেশ জুড়ে বাড়ছে ওমিক্রণ সংক্রমণ। সেইসঙ্গে এক অজানা ভয় এবং উদ্বেগে জর্জরিত দেশবাসী। এই পরিস্থিতিতে মুম্বাইতে জারি দু দিনের লকডাউন। ১১ এবং ১২ ডিসেম্বর ১৪৪ ধারা জারি রয়েছে মহারাষ্ট্রে। নির্দেশিকায় জানানো হয়েছে এই দুদিন কোন জমায়েত করা যাবে না।

পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১৭। আক্রান্ত হয়েছে সাড়ে তিন বছরের এক শিশুও। আগের ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে তাই এবার তড়িঘড়ি দুদিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মুম্বাই কমিশনারেট এলাকার বাসিন্দাদের এই দুদিন বাড়ির বাইরে বেরোনো যাবেনা। যানবাহন চলাচলের ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যে মালেগাঁও অমরাবতী, নান্দেদে এলাকায় যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে তাতেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। মহারাষ্ট্রে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিধিনিষেধের অমান্য করলে ১৮৮ ধারায় মামলা রুজু করা হবে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মুম্বাইতে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। এদের মধ্যে সাতজনের দেহে মিলেছে ওমিক্রন ভেরিয়েন্ট। পুরসভা সূত্রে জানা গিয়েছে এরা তানজানিয়া, ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকা, নাইরোবি থেকে ভারতে এসেছিলেন। মুম্বাইয়ের ধারাভি এক বাসিন্দা যিনি তানজানিয়া থেকে ফিরেছিলেন তাকে ভর্তি করা হয়েছে সেভেন হিলস হাসপাতালে।

সম্পর্কিত পোস্ট