৩ জুলাই সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতিতে আদৌ ২১ জুলাইয়ের কর্মসূচি করা যাবে কিনা তা নিয়ে শুক্রবার সংশয় প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এই অবস্থায় কীভাবে শহিদ দিবস পালন করা যায় তা নিয়ে আলোচনা করতে আগামী ৩ জুলাই দলীয় শীর্ষনেতৃত্বকে বৈঠকে ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে খবর, এই ভার্চুয়াল মিটে অংশগ্রহণ করবেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও সভাধিপতিরা।
এই বৈঠকে শহিদ দিবস নিয়ে আলোচনার পাশাপাশি দলকে চাঙ্গা করতে তাঁর নির্দেশও দেবেন তিনি। আসলে সব কিছু ঠিক থাকলে আর মাস আটেক পরেই বেজে উঠবে রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সামাজিক দূরত্ব মেনে রেক চালানোর প্রস্তুতি শুরু করল মেট্রো
তার আগে সময় থাকতে থাকতেই যতটা সম্ভব নিজের ঘর গুছিয়ে নিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
মূল লক্ষ্য শুধু রাজ্যের ক্ষমতাই ধরে থাকা নয়, বিজেপিকেও সর্বশক্তি দিয়ে প্রতিহত করা। আসলে করোনা ও আমফান পরবর্তী সময়ে দলের একাধিক নেতার ও কর্মীর নাম দুর্নীতিতে জড়িয়েছে।
দলের অন্দরে একটা শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল সুপ্রিমো চান তাঁর নিজের হাতে তৈরি দল মানুষের জন্য কাজ করুক, তাঁদের সঙ্গে নিবিড় জন সংযোগ গড়ে তুলুক। এই বৈঠক থেকে তাই নিয়ে দলীয় নেতৃত্বকে বার্তা দিতে পারেন মমতা।