বৃহস্পতিবার ডায়মণ্ডহারবারে উঠল ২০ টন ইলিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে বর্ষা, কিন্তু এখন বাজারে গেলে যে রূপোলী শস্যের দেখা মিলে সেগুলি অধিকাংশই কোল্ড স্টোরেজের। ফলে কলকাতার বাজারে ১০০০-১২০০ টাকায় দেখা গেলা ইলিশে সে স্বাদ কোথায়?

এরইমধ্যে বসনা প্রিয় বাঙালির জন্য সুখবর গঙ্গার তাজা ইলিশ খুব শীঘ্রই দেখা মিলতে পারে কলকাতার বাজারে। কারণ, বৃহস্পতিবার ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজারে এল ২০ টন ইলিশ মাছ।

এই মরশুমে এই প্রথম এত মাছ এল ডায়মন্ডহারবারের এই বাজারে। ফলে অপেক্ষার পালা সাঙ্গ। খুব শীঘ্রই কলকাতাবাসীর পাতে উঠবে এই ইলিশ।

এদিন ডায়মন্ডহারবার মৎস সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ জুন রাতে কয়েক হাজার ট্রলার একসঙ্গে সমুদ্রে যায় ইলিশের সন্ধানে। মাঝ সমুদ্রে আবহাওয়া খুব একটা প্রতিকূল না থাকায় ফিরে আসতে হয় সব ট্রলারগুলিকেই।

তাম্রলিপ্ত পৌরসভার পাশেই করোনা আক্রান্তের হদিস, রবিবার পর্যন্ত বন্ধ দোকানপাট

তাতেই জালে উঠেছে ২০ টন মাছ। এদিন সকালে সেই মাছ পাইকারি বাজারে বিক্রি হয়। আর তা আমজনতার পাতে দু’তিন দিনের মধ্যেই পৌঁছে যাবে বলেই জানিয়েছেন মৎস ব্যবসায়ীরা।

উল্লেখ্য, বর্ষার মরশুমে বাঙালির অন্যতম পছন্দের বিষয় এই ইলিশ মাছ। আম্ফান ও করোনার জোড়া ধাক্কায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল ইলিশের যোগানে। কারণ সমুদ্রে যেতে পারেনি কোনও ট্রলার। তাতে অবশ্য লাভই দেখছেন বিশেষজ্ঞেরা।

খোকা ইলিশ ধরার প্রবনতা কম হওয়ায় এবার বড় সাইজের ইলিশ ওঠার সম্ভাবনা। ফলে কলকাতাবাসীর যেন তর সইছে না। এক বছরের অপেক্ষার ইতি হতে চলেছে। ভোজনপ্রিয় বাঙালির তাই আনন্দ আর ধরে না।

সম্পর্কিত পোস্ট