দেড় ঘন্টা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা CBI-র
দ্য কোয়ারি ওয়েবেডস্কঃ দীর্ঘ দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআইয়ের টিম। সিবিআই তরফে আগেই জানানো হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হবে। তবে আজ জিজ্ঞাসাবাদের পর নতুন কোন তথ্য সামনে এলো কিনা সে বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কিছুই জানাননি সিবিআইয়ের আধিকারিকরা।
এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পৌঁছাবেন নিজাম প্যালেসে। সেখানেই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান নিয়ে পরবর্তী তদন্ত এগোবে বলে জানা যাচ্ছে। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কোনো স্পষ্ট করে কিছুই জানা যাচ্ছে না।
মুখ্যমন্ত্রী ঘুরে যাওয়ার পরই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছলো CBI
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে আজ শুুধুই থাইল্যান্ডের অ্যাকাউন্ট সম্পর্কিত কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে সিবিআই আধিকারিকরা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পরিচয় সম্পর্কিত কয়েকটি তথ্যও জিজ্ঞাসা করেন।
এখনো পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে নিজাম প্যালেসে CBI-র উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন ৮ সদস্যের টিম। সেখানেই স্থির করা হবে পরবর্তী সিদ্ধান্ত কী হবে।
প্রসঙ্গত, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যয়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। CBI তরফে জানানো হয়েছিল সেই জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হননি তারা। একইসঙ্গে জানা গেছিল উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তবে আজকের জিজ্ঞাসাবাদ কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।