কংগ্রেসের এক নেতা মোদি এবং দিদির সঙ্গে সম্পর্ক রাখছেঃ আব্বাস সিদ্দিকি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরেও এখনও অবধি জোট জট কাটেনি সংযুক্ত মোর্চার। এরই মধ্যে আইএসএফের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকির মন্তব্য কংগ্রেসের সঙ্গে জোটের জটিলতা বাড়িয়ে তুলল।

তিনি বলেন, দিদি এবং মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন কংগ্রেসের এক নেতা। ভোটের পরে উঁচু কোনও পদের জন্য তৃণমূলকে সমর্থন করবেন তাঁরা। আর আব্বাসের এই মন্তব্যকে ঘিরে ফের রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।

রবিবার ব্রিগেডের সভা থেকে আব্বাস সিদ্দিকি সাফ জানিয়েছিলেন, ভিক্ষা নয় ভাগিদারী চাই। কংগ্রেসকে কটাক্ষ করে আব্বাসের ইঙ্গিতপূর্ণ মন্তব্য জোটের জন্য জটিলতা তৈরি করতে পারে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু রবিবারের ঘটনার দুঃখ প্রকাশের পরেই ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি।

আরও পড়ুনঃ আবারও ২৫ টাকা বাড়ল সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম

তিনি আরও বলেন, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন কংগ্রেসের কাছে মাত্র ৫২ টি আসন রয়েছে। যা থেকে আব্বাসের সঙ্গে আসনরফা করা সম্ভব নয়।

পাল্টা প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, এবিষয়ে আব্বাসের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। তবে আসন সমঝোতা নিয়ে বামেদের সঙ্গে আলোচনার পরেই আইএসএফের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

যদিও রবিবার একই কথা শোনা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যেও। তিনি বলেন, আগে বামেদের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনার পরেই অন্য দলের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

সোমবার আসনরফা নিয়ে আরও এক দফায় বৈঠকে বসতে চলেছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। দুপুর ২ টো নাগাদ বিধানভবনে হবে বৈঠক। এদিনের বৈঠকে আসনরফা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন দু’পক্ষ। এদিন বৈঠকে আসন নিয়ে আলোচনা হওয়ার পরেই আইএসএফ নেতৃত্বের সঙ্গে কথা হবে। এমনটাই সূত্রের খবর।

 

সম্পর্কিত পোস্ট