পুলিশি হেফাজতে নাবালকের মৃত্যু, উত্তপ্ত মল্লারপুর

পুলিশি হেফাজতে নাবালকের মৃত্যু, উত্তপ্ত মল্লারপুর | ১২ ঘন্টা বনধের ডাক বিজেপির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুলিশ হেফাজতে নাবালকের রহস্যমৃত্যু। বীরভুমের মল্লারপুরের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবী একজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন ওই ব্যক্তি। শনিবার ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। পাল্টা গোটা ঘটনার সিআইডি তদন্তের দাবী তুলে সরব হয়েছেন তৃণমুল নেতৃত্ব।

স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম শুভ মেহেনা। মল্লারপুরের রেলপাড়ের বাসিন্দা ওই নাবালক। পরিবারের তরফে অভিযোগ, সপ্তমীর রাতে মোবাইল চুরির মিথ্যা অভিযোগে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। পরিবারের তরফে অভিযোগ, থানাতেই পিটিয়ে মারা হয়েছে তাঁকে।

বিজেপির তরফে অভিযোগ থানাতেই পিটিয়ে মারা হয়েছে নাবালককে। রাজ্যের শাসক দলের নির্দেশে কাজ হয়েছে বলে দাবী গেরুয়া শিবিরের। দোশীদের শাস্তি না হওয়া অবধি আন্দোলন চলতে থাকবে বলে দাবী বিজেপি নেতৃত্বের।

শুক্রবার সকালে পুলিশের তরফে মৃতের পরিবারের বাড়িতে মৃত্যু সংবাদ পাঠানো হয়। তারপর থেকেই কার্যত রণক্ষেত্র গোটা এলাকা। মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মল্লারপুরের বহিনা মোড়ে রাস্তার ওপর জ্বালানো হয় টায়ারও।

পুলিশ সুপারের দাবী, লক আপের বাইরে বসিয়ে রাখা হয়েছিল নাবালককে। শৌচাগারের যাওয়ার কথা বলে সেখান থেকে পালিয়ে যায় যুবক। এরপর শৌচাগারে গিয়ে আত্মহত্যা করে সে। ঘটনায় শনিবার ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে বিজেপি।

সম্পর্কিত পোস্ট