মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে তৈরী হবে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে আগামী পাঁচ বছরে রাজ্যে আরও দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। যাদের ২৫ হাজার কোটি টাকার সহজ শর্তে ঋণ প্রদানের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।

মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি জেলা প্রশাসনের সঙ্গে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেখানে শিলিগুড়ি মহকুমা পরিষদ ২৩ টি জেলা পরিষদ কে নির্ধারিত সময়ে নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন এর লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে।

রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা বিস্তারিত সমীক্ষা করে জেলা গুলির জন্য নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্যমাত্রা তৈরি করেছেন। যেখানে এলাকাভিত্তিক ভাবে কোথায় কত সমবায় তৈরি করা হবে সে সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রত্যেক জেলায় কমপক্ষে ২২ হাজার নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হবে। প্রশাসনিক তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় সর্বাধিক সংখ্যক নতুন স্বনির্ভর গোষ্ঠী স্থাপনের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।

উচ্চ প্রাথমিকে নিয়োগ পরীক্ষা সঠিক না হলে খুন করা হবে প্রার্থীদের, প্রেসক্লাবে বার্তা হিজবুলের

নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরীর ক্ষেত্রে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের ৮ জেলায় প্রায় ৩১ হাজার নতুন গোষ্ঠী তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য বর্তমানে গ্রামবাংলায় সাড়ে ৮ লক্ষের বেশি সমবায় রয়েছে। যাদের সদস্য সংখ্যা প্রায় ৯২ লক্ষ। রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর গ্রামীণ জীবিকা মিশনের আওতায় সাড়ে তিন লক্ষ স্বনির্ভর গোষ্ঠী কে ৫২৭ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে। ২০২১-২২ আর্থিক বছরে এই প্রকল্পে প্রায় ৬১৮ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট