জঙ্গিযোগে বীরভূম থেকে গ্রেফতার এক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার জঙ্গিযোগে বীরভূমের এক বাসিন্দাকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত ব্যাক্তির নাম নাজিবুল্লাহ।
বছর পঞ্চাশের ওই ব্যাক্তি বীরভূমের পাইকর থানার কাশিমনগর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সময় ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। কিন্তু উপযুক্ত তথ্য না মেলায় শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেই সেবার ছেড়ে দিতে হয়েছিল।
কিন্তু তাঁর গতিবিধির ওপর নজরদারি রেখেছিল এসটিএফ। অভিযোগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সন্দেহজনক কাজকর্ম ধরা পড়েছে নাজিবুল্লাহের। টাকার লোভ দেখিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদেরকে ব্যবহার করত সে। সেখান থেকেই তার জঙ্গি যোগের বিষয়টি সাফ হয়ে যায়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/union-home-ministry-called-chief-secretary-and-police-dg/
নাজিবুল্লাহের বাড়ির পাশে একটি চায়ের দোকান এবং সাইবার ক্যাফে রয়েছে। পরিবারের দাবী দোকান চালিয়ে রুটিরুজির যোগান করতেন নাজিবুল্লাহ। কোনও সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত নন তিনি।
আজ ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।