নিউটাউনের ঘটনায় পাক যোগ, আটক পাঞ্জাবের এক পুলিশ অফিসার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিউটাউন এনকাউন্টার কাণ্ডে ধৃত সুমিত কুমার এবং ভরত কুমারের সঙ্গে পাকিস্তানের কোনও গ্যাংয়ের যোগাযোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারী সংস্থা। পুলিশ অফিসার অমরজিৎ সিংকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

সূত্রের খবর, ভুল্লার এবং যশপ্রিতের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ভরতের। পাঞ্জাব পুলিশ অফিসারা অমরজিৎ সিংয়ের পরিচয় পত্র ব্যবহার করেই মোহালি থেকে কলকাতায় উপস্থিত হয়েছিল তারা। পুলিশ অফিসার অমরজিৎকে নিজের বন্ধু বলে দাবী করে ভরত। অমরজিৎ এর সঙ্গে কী যোগাযোগ ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই নিউটাউনের সাপুরজি আবাসনে পাঞ্জাব এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে খতম হয় দুই দুষ্কৃতী৷ মৃত দু’জন জয়পাল সিং ভুল্লার এবং যশপ্রিত সিং মাদক এবং অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পর দুই জন সুমিত কুমার এবং ভরত কুমারকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।দুই জনের বয়ানে উঠে আসে পাক যোগের তথ্য৷

জয়পাল সিং ভুল্লার মনজিৎ সিং। পাঞ্জাবের টপ মোস্ট ওয়ান্টেড এই গ্যাংস্টার ১৫ মে থেকে ফেরার । চার রাজ্যের পুলিশ অফিসাররা খোঁজ শুরু করেছিল তাকে৷ তাঁর বিরুদ্ধে দুই জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরদের হত্যার সহ খুন, ডাকাতি এবং মাদক পাচার মিলিয়ে মোট ৪০ টির বেশী অভিযোগ ছিল । জানা গিয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং পাকিস্তানের একাধিক গ্যাংয়ের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর৷ পশ্চিমবঙ্গকে কেন্দ্র করেই চলত তাঁদের পাচারের কারবার। ঘটনায় আর কারা যুক্ত রয়েছে? শুরু হয়েছে তদন্ত৷

সম্পর্কিত পোস্ট