‘মুজাহিদ ভাই, চলেন আফগান যাই’ বাংলাদেশে ছড়াচ্ছে অনলাইন তালিবান আমন্ত্রণ
পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে JMB জাল
দ্য কোয়ারি ডেস্ক: আফগানিস্তানে তালিবানদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠনগুলি সিক্রেট গ্রুপ থেকে ছড়িয়ে যাচ্ছে ‘মুজাহিদ ভাই, চলেন আফগান যাই’। এমন কথা হু হু করে ছড়িয়ে পড়ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপে। ফলে চিন্তিত বাংলাদেশ সরকার।
বাংলাদেশ পুলিশের ঢাকা মহানগর বিভাগের সাইবার অপরাধ বিভাগ ও জঙ্গি দমন শাখা সিটিটিসির অাশঙ্কা, এই ধরণের আহ্বানে এক শ্রেণীর উগ্র ধর্মান্ধ যুবক যুবতী আকৃষ্ট হবেই। তাদের মাধ্যমে জঙ্গি জাল ছড়ানোর চেষ্টা করবে উগ্র সংগঠনগুলি।
ঢাকার গুলশন হামলায় জড়িত ছিল ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সংগঠনের সহযোগী নব্য জেএমবি। ভয়াবহ সেই ঘটনার পর থেকে বাংলাদেশ সরকারের একটার পর একটা জঙ্গি ডেরা ধংস অভিযান চলেছে। সম্প্রতি তিনটি জঙ্গি ডেরা ধংস করা হয়। তদন্তে উঠে এসেছে, অনলাইনে বোমা হামলা ও বানানোর বিষয়ে জোর দিয়েছে জেএমবি ও নব্য জেএমবি।
আফগানিস্তানের পরিস্থিতি কোন দিকে ? সেখানে কি ফের তালিবান শাসন কায়েম হবে? বিবিসি জানাচ্ছে, আফগান সেনা ও তালিবানদের মধ্যে সংঘর্ষ জারি আছে। তবে আফগানিস্তানের লাগোয়া সবকটি দেশের সীমান্ত এলাকায় তালিবানদের শাসন চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা পুরোপুরি আফগানিস্তান ত্যাগ করলে সরকার পতন হওয়ার প্রবল আশঙ্কায় বহু আফগানি দেশত্যাগ করছেন।
আফগানিস্তানের এই পরিস্থিতি ও ফের তালিবান ততপরতার কারণে উল্লসিত বিভিন্ন দেশের জঙ্গিরা।আর বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি সাম্প্রতিক আনলাইন প্রচারে অংশ নিচ্ছে বেশি।
বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানে ফের তালিবান উত্থানে খুশি হয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে। জঙ্গি সংগঠন ও জঙ্গিদের অনলাইন ও অফলাইনে সাংগঠনিক গ্রুপগুলো এখন আফগান প্রসঙ্গই বেশি করে।
বাংলাদেশের কোনও দূতাবাস নেই আফগানিস্তানে। সেখানে তালিবান সরকার ফের শুরু হলে সেদেশের সঙ্গে কূটনৈতিক সংযোগ রাখবে কি ঢাকা? বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বাংলাদেশ এখনই তালিবানদের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্কে যাবে না। নির্বাচিত বৈধ আফগান সরকারের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক রাখবে ঢাকা। জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোয়েন্দা তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের জঙ্গিদের বেশ কয়েকজন আফগানিস্তান যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানে যাওয়ার আমন্ত্রণ ভেসে আসছে। আবার কেউ কেউ আফগানিস্তানে তালিবা এলাকার ভিডিও ও ছবি প্রকাশ করে প্রশংসায় পঞ্চম।