আশঙ্কাজনক ছাড়া সিসিইউতে নয়, জানাল নবান্ন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের সরকারি ও বেসরাকারি হাসপাতালগুলিকে এবার কড়া বার্তা দিলেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী । যে রোগীদের অক্সিজেনের প্রয়োজন নেই, তাঁদের জেনেরাল বেডে রাখার নির্দেশ দিয়েছেন তিনি । অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ।
আশঙ্কাজনক নয় এমন রোগীদেরকে সিসিইউতে রাখাটা অপরাধ বলেই মনে করছেন তিনি । সংশ্লিষ্ট বিষয়ে নজরদারির জন্য সিএমওএইচদের হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর ।
একইসঙ্গে শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন নয়, করোনার রিপোর্ট পজিটিভ থাকলে তবেই মিলবে অক্সিজেন। শনিবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত সচিবদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি হাসপাতালগুলিতে ৬০ শতাংশ বেড করোনা রোগীদের জন্য রাখার কথা বলা হয়েছে ৷ একইসঙ্গে সংরক্ষিত বেডের সংখ্যাও যাতে না কমানো হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে ৷
আরও পড়ুনঃ অক্সিজেন সাপ্লাইয়ে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে, মন্তব্য দিল্লি হাইকোর্টের
এদিকে আজই বোলপুরের এক কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার ৫ হাজার অক্সিজেন সিলিন্ডার কেনার পরিকল্পনা করেছে ৷ পাশাপাশি সাধারণ মানুষ যাতে জরুরি অবস্থায় মেডিকেল অক্সিজেনের ছোট সিলিন্ডার কিনতে পারেন, সেই ব্যবস্থাও করছে রাজ্য সরকার ৷
সিলিন্ডারগুলি বৈধ প্রেসক্রিপশনের ভিত্তিতে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের দেওয়া হবে ৷ পাশাপাশি একটি অক্সিজেন প্রস্তুতকারক প্লান্টের সঙ্গেও স্বাস্থ্য দফতর কথা বলেছে ৷
যাদের দৈনিক অক্সিজ়েন তৈরি দ্বিগুণ করতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷