সীমান্তে ট্রাক টার্মিনাস পরিচালনার দায়িত্বে রাজ্য, এক মাসে ১ কোটি টাকারও বেশি রাজস্ব আদায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারত-বাংলাদেশ স্থল সীমান্তে ট্রাক টার্মিনাসগুলি পরিচালনার দায়িত্ব রাজ্য সরকার নিজের হাতে নেওয়ার পর গত একমাসে এক কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে।

উত্তর ২৪ পরগনার বনগাঁ, দক্ষিণ দিনাজপুরের হিলি, কোচবিহারের চাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, জলপাইগুড়ির ফুলবাড়ি এবং দার্জিলিংয়ের পানিটাঙ্কি এই ৬ টি ট্রাক টার্মিনাস থেকে পার্কিং ফি বাবদ এই রাজস্ব আদায় হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Stealth Omicron : ভারতে মিলল করোনার নয়া প্রজাতি, কী এই ভ্যারিয়েন্ট?

উল্লেখ্য, কিছুদিন আগে পর্যন্ত স্থানীয় এজেন্সি এবং পুরসভাগুলি এই টার্মিনাস গুলি থেকে পার্কিং ফি আদায় করত। যা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবহন দফতর সমস্ত ট্রাক টার্মিনাল গুলিকে নিজে হাতে নিয়ে সুনির্দিষ্ট হারে রাজস্ব আদায়ে শুরু করে। তারপরেই এক মাসের মধ্যে এক কোটি টাকার বেশি রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

সম্পর্কিত পোস্ট