Apple,Samsung কে টেক্কা দিতে Oppo-র ডবল ধামাকা

Oppo Find X2-র বিশেষত্ব পেরিস্কোপিক ডিজাইন ক্যামেরা সেটআপ । যা 10X হাইব্রিড জুম ও 60X ডিজিটাল জুম করতে সক্ষম ।

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- প্রিমিয়াম সেগমেন্টে Apple কে টক্কর দিতে হাজির Oppo । ফোনের বিশেষ আকর্ষণ 120Hz আল্ট্রা ভিশন হোল পাঞ্চ ডিসপ্লে ।

শুক্রবার লঞ্চ হয়েছে Oppo Find X2 Pro এবং Find X2 ।

Oppo Find X2-র বিশেষত্ব পেরিস্কোপিক ডিজাইন ক্যামেরা সেটআপ । যা 10X হাইব্রিড জুম ও 60X ডিজিটাল জুম করতে সক্ষম ।

Android ফোনে এই ধরণের ফিচার নি:সন্দেহে প্রতিদ্বন্দীদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে । 

Oppo-র ডবল ধামাকা

Oppo Find X2 Pro স্পেসিফিকেশন
  • ডিসপ্লে- 6.7 inches AMOLED capacitive touchscreen
  • রেজোলিউশন- 1440 x 3168 pixels (~513 ppi density)
  • ডিসপ্লে প্রোটেকশন- Corning Gorilla Glass 6
  • অপারেটিং সিস্টেম-  Android 10.0; ColorOS 7.1

আরও পড়ুন : মিড রেঞ্জ স্মার্টফোনে Realme-র জোড়া চমক

  • মোবাইল প্রসেসর- Qualcomm SM8250 Snapdragon 865 (7 nm+)
  • মোবাইল গ্রাফিক্স- Adreno 650
  • ইন্টারনাল মেমোরি- 512GB 12GB RAM
  • ওয়াইফাই- Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, dual-band, Wi-Fi Direct, hotspot
  • ব্লুটুথ- 5.1, A2DP, LE
  • জিপিএস- Yes, with dual-band A-GPS, GLONASS, BDS, GALILEO
  • ব্যাটারি- Non-removable Li-Po 4260 mAh battery
  • ফাস্ট চার্জিং – Fast battery charging 65W

Oppo-র ডবল ধামাকা,Oppo Find X2 স্পেসিফিকেশন

Oppo Find X2 -তে রয়েছে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে । হোল-পাঞ্চ ডিজাইনের ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে । 

ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 256GB স্টোরেজ ও 4,200 mAh ব্যাটারি । সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।

ক্যামেরা স্পেসিফিকেশন

Oppo Find X2 Pro -র পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ । প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। 

সঙ্গে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। 

আরও পড়ুন : প্রিমিয়াম স্মার্ট ফোনের বাজারে Vivo-র তুরুপের তাস Z6

সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo Find X2 -র পিছনেও ট্রিপল ক্যামেরা রয়েছে । প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর । 

সঙ্গে 12 মেগাপিক্সেল ও একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা ।

Oppo Find X2 Pro ও Find X2 -র দাম

Oppo Find X2 Pro -র দাম শুরু হচ্ছে 1,199 ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় 1,67,300 টাকা) থেকে। 12GB RAM + 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 

অন্যদিকে Find X2 -র দাম 999 ইউরো (ভারতীয় মুদ্রায়প্রায় 84,400 টাকা)। মে মাসে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে প্রিমিয়াম ফোনের বিক্রি শুরু করবে Oppo।

সম্পর্কিত পোস্ট