বিরোধী বিধায়ক শূণ্য বিধানসভায় শপথ নিলেন মমতা-জাকির-আমিরুল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী পদে আগেই শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনে জয়ের পরে এবার বিধায়ক হিসেবেও শপথ নিলেন তিনি। মমতার সঙ্গে জঙ্গিপুরের জয়ী প্রার্থী জাকির হোসেন ও সামসেরগঞ্জের জয়ী প্রার্থী আমিরুল ইসলামও শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে। তিনজনকেই শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সম্প্রতি রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ে সেই বার্তা পাঠানো হয়। তারপরেই পরিষদীয় দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যপাল মমতা-সহ তিন জয়ী বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন।
এদিকে, মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির কোনও বিধায়কই উপস্থিত ছিলেন না। বিরোধী শূন্য বিধানসভায় শপথ নিলেন মমতা।
বৃহস্পতিবার বেলা ২টায় বিধায়ক পদে শপথ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে শপথ নেন জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের উপনির্বাচনে জয়ীরাও। শপথগ্রহণের পর বিধানসভায় স্পিকারের ঘরে রাজ্যপালের সঙ্গে চা-চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাদের সঙ্গে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়।