কৃষিবিলের প্রতিবাদঃ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠকে বিরোধী দলের সাংসদরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যসভায় পাশ হয়েছে দুই কৃষি বিল। যা নিয়ে সংসদের ভিতরে শুরু হয় উত্তাল পরিস্থিতি। মঙ্গলবার সংসদ বয়কটের পর আজ বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করবেন বিরোধী দলের নেতারা।
সূত্রের খবর, করোনার কথা মাথায় রেখে পাঁচ বিরোধী দলের সাংসদরা আজ দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে।
রবিবার রাজ্যসভায় পাশ হয় দুটি কৃষি বিল। বিলের বিরোধিতায় সরব হন বিরোধী দলের সাংসদরা। ভোটিংয়ের মাধ্যমে না হয়ে শুধুমাত্র হ্যাঁ অথবা না এর মাধ্যমে ভোট কেন হল প্রশ্ন তোলেন বিরোধীরা।
ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংসদের ভিতরে স্লোগান তোলেন বিরোধি দলের সাংসদরা। ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সঞ্জয় সিং সহ আট সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। এরপর মঙ্গলবার সংসদ বয়কট করেন বিরোধী দলের সাংসদরা।
সাসপেন্ড হওয়ার পর থেকে গান্ধী মুর্তির পাদদেশে ধর্নায় বসেন বিধায়করা। পাল্টা অনশনে বসেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিং। অন্যদিকে বিরোধী সাংসদদের সমর্থন জানিয়ে অনশনে বসার সিদ্ধান্ত নেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
মঙ্গলবার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ বলেন, সরকারকে এমন একটি বিল আনতে হবে যাতে নিশ্চিত করা হবে কৃষকদের খাতে সঠিক এমএসপি পৌছয়। স্বামীনাথন কমিটির প্রস্তাবে যে এমএসপির কথা বলা হয়েছিল কৃষকরা যেন তা পায়। পাশাপাশি ফুড কর্পোরেশনকে নিশ্চিত করতে হবে স্থির এমএসপিতে কৃষকদের কাছ থেকে ফসল কেনা হচ্ছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trinamool-leader-chandrima-will-fight-this-fight-in-the-interest-of-agricultural-people-till-the-end/
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, যে আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার ভাবনাচিন্তা সরকার করছে৷ রাজ্যসভার দলনেতা থাবর চন্দ্র গেহলোট একই কথাই বলেন। তবে তার আগে রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের বৈঠক উত্তেজনা বাড়িয়েছে।
Opposition parties stage joint protest in Parliament premises over farm bills. Placards of 'Save Farmers' and 'Save Farmers, Save Workers, Save Democracy' seen.
Congress' Ghulam Nabi Azad, TMC's Derek O'Brien, and NCP's Praful Patel present, among others. pic.twitter.com/aRufnzHfy8
— ANI (@ANI) September 23, 2020
বুধবারও কৃষিবিলের বিরধিতায় সংসদের বাইরে পোস্টার নিয়ে প্রতিবাদ করেন বিরোধী দলের সাংসদরা।