সোমবার থেকে বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আউটডোর পরিষেবা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বন্ধ হয়ে গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সমস্ত আউটডোর পরিষেবা৷ শনিবার বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ এই হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার৷

সূত্রের খবর, দেশের মধ্যে প্রথম করোনা চিকিত্‍সার জন্য কোনও সরকারি মেডিক্যাল কলেজের যাবতীয় আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হল৷

আগামী সোমবার থেকে বন্ধ থাকছে সব ওপিডি। তবে খোলা থাকবে ফিভার ক্লিনিক ও এইচআইভি নিয়ন্ত্রণের এআরটি সেন্টার।

ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল ? জল্পনা তুঙ্গে

চালু থাকবে জরুরি বিভাগ। পরিষেবা মিলবে মাদার অ্যান্ড চাইল্ড হাবে। খোলা থাকবে রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি।

রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে৷ সেকারনেই হাসপাতালের সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সম্পূর্ণ কোভিড হাসপাতাল৷ কোভিড চিকিৎসায় পূর্ণসময়ের জন্য চালু হয়েছে এই হাসপাতাল৷

সম্পর্কিত পোস্ট