রাজ্যের বাইরে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সহ ১৮ জন বিধায়ক, চরম অস্বস্তিতে গেহেলট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সহ ১৮ জন বিধায়ক আপাতত রাজ্যের বাইরে। অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট।

কোনও মতে ম্যাজিক ফিগার উতরে ফেলতে মরিয়া বর্ষীয়ান কংগ্রেস নেতা। সম্প্রতি ছয় বিএসপি বিধায়কের কংগ্রেসে যুক্ত হওয়া নিয়ে আদালতে উপস্থিত হয়েছে বিজেপি। চাপের মুখে আরও ঠেলে দিয়েছেন বেহেনজি।

১৪ অগাস্ট বিধানসভা অধিবেশনের ডাক দিয়েছেন রাজ্যপাল কলরাজ মিশ্র। সংখ্যাগরিষ্ঠতার কথা ভেবেই গেহলোট আপাতত জয়পুর থেকে জয়শলমিরের রিসোর্টে ট্রান্সফার করলেন নিজ পক্ষের বিধায়কদের৷

আশঙ্কার কারণ বিজেপি বিধায়কদের সঙ্গে যোগ রাখছেন বিধায়করা। বিজেপির বিরুদ্ধে কার্যত তোপ দেগেই গেহলোট বলেন, এখনও বিধায়ক কেনাবেচার চেষ্টা করছে বিজেপি। সেইসঙ্গে শচীন পাইলট ও তাঁর অনুগামীদের সঙ্গে বিজেপির নিয়মিত যোগাযোগ রয়েছে বলে দাবী করেন তিনি।

পাশাপাশি রাজ্যসভায় চার টিডিপি নেতার বিজেপিতে সংযুক্তিকরণ নিয়েও গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি গেহলোট। তিনি বলেন, রাতারাতি চার তেলেগু দেশম পার্টির রাজ্যসভার সদস্য বিজেপিতে যুক্ত হলেন সেক্ষেত্রে কোনও দোষ নেই। কিন্তু ছয় বিএসপি বিধায়ক কংগ্রেসে যোগ দিলেই দোষ?

তবে বিএসপি বিধায়কদের দুই তৃতীয়াংশের সমর্থন থাকলে দলবদলের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলে দাবী করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। কিন্তু ছয় জনের ছয় বিধায়কই তো কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় পার ৫৭ হাজার

তাহলে প্রশ্ন ওঠার কথাই নয়। গোটা খেলাটা বিজেপি খেলছে এবং কংগ্রেসের কিছুজনের সমর্থন রয়েছে বলে দাবী করেন তিনি।

এরই মধ্যে রাজস্থানের নতুন প্রদেশ কংগ্রেস পদে নিযুক্ত হওয়া গোবিন্দ সিং দোতারসাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন শচীন পাইলট। শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার সিপি জোশিকেও।

গত বছর রাজস্থানের পুর নির্বাচনের সময় ছয় জন বিএসপি বিধায়ক কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। মরুপ্রদেশের সরকার নিয়ে দড়ি টানাটানির সময় গেহলোট শিবিরে বিএসপি বিধায়কদের অনুপস্থিতি মুখ্যমন্ত্রী অশোক গেহলোটকে চাপের মুখে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিএসপি একটি জাতীয় দল। তাই দলের প্রতীকে নির্বাচিত বিধায়করা এভাবে কংগ্রেসে মিশে যেতে পারে না। এই আবেদনে শুনানির জন্য আদালতে নোটিশ জারি করেছে বহুজন সমাজবাদী পার্টি।

সম্পর্কিত পোস্ট