আরও একবার চার হাজারের গণ্ডি পার করল দৈনিক মৃত্যুর সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অনেকটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ কিন্তু এখনও অবধি দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজারের গণ্ডি থেকে কিছুতেই কমছে না। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী শনিবার করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৭,২৯৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৬২,৮৯,২৯০ জন। মৃতের সংখ্যা ৪,১৯৪ জন। মোট মৃতের সংখ্যা ২,৯৫,৫২৫ জন।

গত ২৪ ঘন্টায় দেশে টেস্টিং হয়েছে ২০,৬৬,২৮৫ জনের৷ যা এখনও অবধি সর্বাধিক। কয়েক দিন ধরেই দেশে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের কম। কিন্তু অস্বস্তিতে ফেলছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
দক্ষিণ ভারতের তিন রাজ্য কর্ণাটক, কেরল এবং অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা এখনও অবধি বিপদ সীমা থেকে দূর হচ্ছে না। তাই আরও বেশ কিছুদিনের জন্য লকডাউন বাড়িয়ে দিল কেরল এবং কর্ণাটক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ছোট ছোট জায়গায় কনটেইনমেন্ট জোন তৈরি করে টেস্টিংয়ের সংখ্যা বাড়ানোর কথা বলেন তিনি৷ ইতিমধ্যেই দেশে করোনার পাশাপাশি চোখ রাঙাচ্ছে মিউকরমাইকোসিস। তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

দিল্লিতেও এই মুহুর্তে অনেকটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এপিল মাস থেকে টানা লকডাউনের জেরে কিছুটা রাশ টেনেছে কেজরিওয়াল সরকার।

দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনা টেস্টিং বাড়ানো এবং এলাকাভিত্তিক তালিকা তৈরি করে করোনা মোকাবিলার নির্দেশ দেন তিনি।

সম্পর্কিত পোস্ট