রাতভর গুলির লড়াই, খতম ৩ জঙ্গি, শহীদ ১ জওয়ান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার থেকেই জম্মু-কাশ্মীরে চলছে জঙ্গি নিকেশ অভিযান। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় সেনা জঙ্গি সংঘর্ষে খতম করা হয়েছে ৩ জঙ্গিকে।
তার মধ্যে দু’জন জঙ্গিকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। একজন আল বদর জঙ্গিগোষ্ঠীর প্রতিষ্ঠাতা শকুর আহমেদ। অন্য আর এক জঙ্গির নাম সুহেল ভাট। খানমোহ গ্রামের প্রধানকে অপহরণ করে খুন করার ঘটনায় নাম জড়িয়েছিল এই সুহেল ভাটের।
ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। শনিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় গুলির লড়াইয়ে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। অবশ্য সংঘর্ষে মারা গিয়েছেন এক জওয়ানও।
শুক্রবার রাতেই গোপন সূত্র মারফৎ পুলিশ জানতে পারে পুলওয়ামার জাদুরা এলাকায় আত্মগোপন করে রয়েছে বেশ কিছু জঙ্গি।
টানা দু’দিন এনআইএ-র দীর্ঘ জেরা ছত্রধর মাহাতকে
সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। নিরাপত্তা বাহিনীর তরফে তল্লাশী অভিযান শুরুর পরই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। রাতভর চলে গুলির লড়াই।
জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে নিহত জঙ্গিরা কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত তা জানা যায়নি। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জম্মু কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, এই এনকাউন্টারে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। আল বদর গ্রুপের প্রধানকে খতম করা হয়েছে। একসময় জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল পুলিশ অফিসার ছিল এই শকুর আহমেদ। তারপরে কনস্টেবলে পদোন্নতি হয় তার। কিন্তু পুলিশের চাকরি ছেড়ে জঙ্গি দলে নাম লেখায় সে। পরবর্তীকালে ১০ যুবককে ওই জঙ্গিদলে নাম লেখায় সে। তার মধ্যে ৫ জনকে খতম করেছে নিরাপত্তারক্ষীরা।