করোনা: তৃতীয় ট্রায়ালের জন্য সারা দেশে পাঁচটি ক্লিনিকাল সাইট
দ্য কোয়ারি ডেস্ক: অক্সফোর্ড-এস্ট্রোজেনেকা কোভিড-১৯ ভাইরাসের জন্য ভারত যে প্রস্তুত, সেটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল।
এবার ভ্যক্সিনের তৃতীয় ট্রায়ালের জন্য সারা দেশে পাঁচটি ক্লিনিকাল সাইট গঠন করা হয়েছে বলে জানালেন বায়োটেকনোলজি বিভাগের সচিব রেনু স্বরূপ।
মানবদেহে এই ভ্যাক্সিন দেওয়ার আগে সমস্ত তথ্য জোগাড় করা ভীষণ প্রয়োজনীয়।
বিশ্বের সবচেয়ে বড় ভ্যাক্সিন উৎপাদনকারী সংস্থা সেরামকে ভ্যাক্সিন প্রস্তুতকারক হিসেবে বেছে নিয়েছে অক্সফোর্ড এবং এস্ট্রোজেনেকা।
প্রথম পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফল হলেই নতুন করে বিপুল সংখ্যক ভ্যাক্সিন তৈরি করা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গত ২৪ ঘন্টায় গোটা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৪৭,৭০৪। মৃত ৬৫৪। দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৪,৮৩,১৫৭। একটিভ ৪,৯৬,৯৮৮। দেশে মোট মৃতের সংখ্যা ৩৩,৪২৫। সুস্থ হয়েছেন ৯,৫২,৭৪৪ জন।
গত ২৪ ঘন্টায় ৫,২৮,০৮২ টেস্টিং হয়েছে গোটা দেশজুড়ে।
আইসিএমআরের তথ্য অনুযায়ী, এখনও অবধি ১,৭৩,৩৪,৮৮৫ জনের টেস্টিং করা হয়েছে।