শহর কলকাতায় চালু অক্সিজেন লঙ্গর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গত চার দিনে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করছে। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রাজ্যজুড়ে বেড়ে চলেছে অক্সিজেনের চাহিদাও। এমত অবস্থায় শহর কলকাতায় শুরু হচ্ছে ‘অক্সিজেন লঙ্গর’ সেবা।
রবিবার বেলা ১১ টা থেকে বেহালা গুরুদ্বারে শুরু হয়েছে এই লঙ্গর। বেহালা গুরুদ্বার প্রবন্ধক কমিটি ও আইএইচ এ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হবে এই লঙ্গর।
গুরুদ্বারে উপস্থিত থাকবেন চিকিৎসক এবং নার্স। কোভিড রোগী ছাড়াও যাদের অক্সিজেনের প্রয়োজন তাঁদেরকে বিনামূল্যে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র প্রয়োজন প্রেসক্রিপশান এবং আধার কার্ড। কোনও রোগীর শরীরে অক্সিজেন কমে গেলে তাঁকে হাসপাতলে রেফার করা হবে।
শুধুমাত্র সরকার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কোভিড মোকাবিলায় এগিয়ে এসেছেন বেসরকারি কিছু প্রতিষ্ঠান। তার মধ্যে বেহালার এই গুরুদ্বার অন্যতম। কোভিডের প্রথম ঢেউয়ের সময় সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিয়েছে এই গুরুদ্বার। এমনকি বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করেছেন তাঁরা।