প্রতিটি জেলায় তৈরি হবে অক্সিজেন প্ল্যান্টস, ঘোষণা প্রধানমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে করোনার দাপট। এর মধ্যে একাধিক রাজ্যে অক্সিজেনের অভাবে উঠে আসছে দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর ছবি। এরই মাঝে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দেশের মধ্যে হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা মেটাতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিটি জেলায় অক্সিজেন জেনারেশন প্ল্যান্টস গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

রবিবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশে ৫৫১ টি নতুন করে অক্সিজেন প্ল্যান্টস গঠন করা হবে। অক্সিজেনের চাহিদা মেটাতে প্রতিটি জেলায় এই ব্যবস্থা থাকবে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশে অক্সিজেনের চাহিদা মেটাবে এবং মানুষের সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।

চলতি বছরে এখনও অবধি ৭০০ মেডিকেল অক্সিজেন প্ল্যান্টস তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। যার ফলে অক্সিজেনের চাহিদা অনেকটা মেটানো গেলেও দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেন ঘাটতির ছবি উঠে আসছে বারবার।

আরও পড়ুনঃ ‘সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন’ঘোষণা আসলে বিজেপির জুমলা: ডেরেক

একইসঙ্গে দেশজুড়ে যত শীঘ্র সম্ভব এই অক্সিজেন প্ল্যান্টস গঠন করে তা চালু করা হবে।

মঙ্গলবারেই প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়া সময় জানিয়েছিলেন, দেশে অক্সিজেনের চাহিদা পূরণের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই এই চাহিদা পূরণ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। রবিবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট