ভারতে অনুপ্রবেশ করছে পাক কমান্ডো, সন্দেহ ভারতীয় সেনার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানা আট দিন ধরে চলছে গুলির লড়াই। হন্যে জঙ্গলে জঙ্গিদের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে নিরাপত্তারক্ষীরা। কিন্তু লুকিয়ে থাকা জঙ্গিদের কোনও সন্ধান মেলেনি। যা কেন্দ্র করে সন্দেহ জোরালো হয়েছে ভারতীয় সেনার। মনে করা হচ্ছে, পাক অনুপ্রবেশকারীদের সঙ্গে থাকতে পারে পাক কমান্ডো।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারতে অনুপ্রবেশের জন্য পাক সেনাবাহিনীর থেকে প্রশিক্ষণ নিয়েছে জঙ্গিরা। এমনকি বেশ কয়েকজন এর মধ্যে উপস্থিত থাকলেও আশ্চর্যের বিষয় কিছু নেই। একমাত্র পোক্ত প্রমাণ হাতে পেলেই তা নিশ্চিত করে বলা সম্ভব হবে।

এখনও অবধি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নয় জন সেনাবাহিনীর মৃত্যু হয়েছে। যেভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ চলছে তাতে স্বাভাবিকভাবে সন্দেহ হচ্ছে জঙ্গিরা পাক কমান্ডোর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর অপসারপণ এবং গ্রেফতারের দাবীতে কৃষকদের ‘রেল রোকো’ আন্দোলন

আবার দেখা গিয়েছে ভারতীয় সেনার তৎপরতার কারণে ভয় পেয়েছে জঙ্গিরা। তাই উপত্যকায় পরের পর হত্যার ঘটনা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। এখনও অবধি জম্মু-কাশ্মীরে সংখ্যালঘুদের ওপরেই হামলা চালানো হয়েছে। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রায় ৭০০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জঙ্গিদের খুঁজে বের করে খতম করার জন্য একাধিক অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। কিন্তু শনিবার ও রবিবার আরও ৪ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

সম্পর্কিত পোস্ট