Pakistan army chief Gen Bajwa : ভারতকে শান্তির বার্তা, আলোচনার প্রস্তাব পাক সেনাপ্রধানের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে চলে আসা পাকিস্তানের সমস্ত সমস্যার নিষ্পত্তি মেটানো হোক,এমনই এক শান্তির বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ( Pakistan army chief Gen Bajwa )।
ইসলামাবাদের চলা দুদিনের ইসলামাবাদ নিরাপত্তা সম্মেলনের (Islamabad security dialogue conference ) শেষ দিনে তিনি বক্তব্য রাখেন,” ভারতের সঙ্গে পাকিস্তানের সমস্ত বিরোধ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত। কাশ্মীর সহ আরো অন্যান্য কূটনৈতিক বিষয়ে আলোচনা হওয়াতেই পাকিস্তান বিশ্বাসী।”
অবশ্য পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং ইমরান খানের রাজনৈতিক পদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানে এখন আলোড়ন চলছে। ইতিমধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান এই মন্তব্য করলেন। ২০১৪ সালের নির্বাচনে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ ছিল না।
তবে ২০১৯ এ জম্মু-কাশ্মীর থেকে ভারত সংবিধানের ৩৭০ ধারা অনুচ্ছেদ প্রত্যাহার করার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এদিকে সীমান্ত বিরোধ নিয়ে ভারতের সঙ্গে চীনের বিরোধ চলছে।
ইসলামাবাদে নিরাপত্তা সম্মেলনে এই বিষয় নিয়েও সেনাপ্রধান ( Pakistan army chief Gen Bajwa ) ভারত কে খোঁচা দেন। তিনি সামগ্রিকভাবে জানান, উপসাগরীয় অঞ্চলের সহ বিশ্বের এক-তৃতীয়াংশ অঞ্চলে কোথাও না কোথাও কোনো না কোনো কারণে যুদ্ধ হয়েই চলেছে।
Sri lanka Crisis : প্রতিবাদ রুখতে শ্রীলঙ্কায় বন্ধ হল সোশ্যাল মিডিয়া
Pakistan army chief Gen Bajwa
এই জন্য এই যুদ্ধের আজ থেকে আমাদের দেশকে সরিয়ে রাখা গুরুত্বপূর্ণ। তার পরেই তিনি ভারত ও পাকিস্তানের যাবতীয় সমস্যা মিটিয়ে দুই দেশকে আলোচনার জন্য এগিয়ে আসার বার্তা দেন। অবশ্য বিশেষজ্ঞ মহল থেকে এই ঘটনার অন্যরকম তাৎপর্য উঠে আসছে। তাদের মতে, চীন এবং পাকিস্তানের সম্পর্ক বরাবরই মজবুত।
আর এদিকে সীমান্ত বিরোধ নিয়ে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ইদানিং সুস্থ নয়। এই পরিস্থিতিতে দিল্লির ওপর চাপ বাড়াতেই পাকিস্তানের সেনাপ্রধান নাকি ইসলামাবাদের নিরাপত্তা সম্মেলনে ভারত- চীনের দ্বন্দ্বের কথা সুকৌশলে তুলে ধরেন।
পাকিস্তানের সেনাপ্রধান ( Pakistan army chief Gen Bajwa ) শান্তির বার্তা মাধ্যমে পরোক্ষভাবে ভারত পাকিস্তান এবং চীন মিলিয়ে এক ত্রিপাক্ষিক আলোচনা করতে চান। এর ফলে ত্রিদেশীয় আলোচনায় ভারতের বিপক্ষে চীনের সমর্থন পাকিস্তান স্বাভাবিকভাবেই পাবে। তাই ভারতের কিছু বিশেষজ্ঞকে মহল এখনই এই বার্তা কে শান্তিপূর্ণ বলতে পারছেন না। জেনারেল বাজওয়া আরও বলেছিলেন, “দুই দেশের নেতাদের পক্ষপাতিত্ব এবং আবেগের ঊর্ধ্বে উঠতে হবে।”
তার মতে ভবিষ্যতে ভারতের বেশ কিছু নেতা এ শান্তির বার্তার বিপক্ষে কথা বলবেন বলেও তার ধারণা। এদিকে পাক জাতীয় সংসদে আজ ভোট। গোটা বিশ্বের ধারণা ইমরান খানের হার নিশ্চিত। পাকিস্তানের জাতীয় সংসদের লোয়ার হাউসে ( Qaumi Assembly) ৩৪২ টি ভোটের মধ্যে ইমরান খানের পদ সংরক্ষণ করার জন্য আরও ১৭২ টি ভোটের প্রয়োজন।
পাক প্রধানমন্ত্রী শনিবার প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়ে ছিলেন যে ভোটে জেতার জন্য তার কাছে একাধিক কৌশল রয়েছে। এই পরিস্থিতিতে পাক সেনা প্রধানের ভারতকে শান্তির বার্তা জানানোর ঘটনা খুবই গুরুত্বপূর্ণ।