Pakistan NSA resigns : রাজনৈতিক অচলাবস্থার জেরে পাক এনএস‌এ’র ইস্তফা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি রাজনৈতিক সঙ্কটের প্রভাব পাকিস্তানের (Pakistan) প্রশাসনিক ব্যবস্থার উপরেও পড়তে চলেছে। সে দেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়ে নিয়ম বহির্ভূত কাজ করেছেন বলে বিরোধীদের অভিযোগ।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সুপারিশ মেনে রাষ্ট্রপতি রশিদ আলভি (Rashid Alvi) সংসদ ভেঙে দেন। যদিও গোটা বিষয়টি এই মুহূর্তে পাকিস্তান সুপ্রিম কোর্টের (Supreme court) বিচারাধীন। কিন্তু রাজনৈতিক ডামাডোলের প্রভাব যে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থাতেও ভালো মতো পড়তে চলেছে তা স্পষ্ট হল সে দেশের প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) ম‌ঈদ ইউসুফের ( Moeed Yusuf ) ইস্তফায়।

দ্বায়িত্ব ছাড়ার পর একটি বিবৃতিতে ইউসুফ স্পষ্ট জানিয়েছেন, চলতি রাজনৈতিক অচলাবস্থার কারণেই তিনি দায়িত্ব ছাড়লেন। ইমরান খানকে ধন্যবাদ‌ও জানিয়েছেন তিনি।

Tripura CPIM : সদস্য সংখ্যা বাড়িয়ে চমক ত্রিপুরায় ! পার্টি কংগ্রেসের আগে নতুন পলিটব্যুরো সদস্যের দাবি

Pakistan NSA resigns

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ( Pakistan NSA resigns )পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাবিনেট মন্ত্রীর সমতুল এই পদ। জম্মু-কাশ্মীরে পাক তৎপরতা থেকে শুরু করে তালিবানদের সঙ্গে সম্পর্ক, চিনের সঙ্গে কৌশলগত বোঝাপড়া এই সবকটি বিষয়‌ই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দফতর দেখভাল করে।

সদ্য দায়িত্ব ছাড়া ইউসুফের পরামর্শ মেনেই মূলত ইমরান সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিত। যদিও পাকিস্তানে সেনাবাহিনীর প্রভাবের কথা সকলের জানা। তাই বারেবারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরামর্শের সঙ্গে সেনা কর্তাদের পরামর্শ নিয়ে সংঘাত হয়েছে।

সম্পর্কিত পোস্ট