করোনার কারণ মহিলাদের খোলামেলা পোশাক, অভিযোগ পাকিস্তানি ধর্মগুরুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  করোনার জন্য মহিলাদের খোলামেলা পোশাককে দায়ী করলেন ইমরান খান ঘনিষ্ঠ এক পাকিস্তানি ধর্মগুরু। একটি টেলিভিশন অনুষ্ঠানে ওই মন্তব্য করে বসেন মওলানা তারিক জামিল নামে তবলিঘি জামাতের ওই নেতা।

সে সময় অনুষ্ঠানে ছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও। তারিকের ওই মন্তব্যকে ঘিরে বিতর্ক দানাা বেঁধেছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে তহবিল গঠনের জন্য টেলিভিশনে ‘এহসাস’ নামে অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে মওলানা তারিক জামিল বলে বসেন, সমাজে মিথ্যাচার, অশ্লীলতা ও অশোভনতা বাড়ছে বলেই ঈশ্বর ক্রুদ্ধ হয়েছেন।

তাঁর দাবি, করোনাভাইরাস আসলে সেই ক্রোধেরই প্রকাশ। তাঁর মতে, পাপ এবং পাপীর সংখ্যা বাড়ছে বলেই এই অতিমারি সৃষ্টি হয়েছে।

মে দিবসের ডাক… মে দিবস? কীসের মে দিবস?

তাঁকে বলতে শোনা যায়, ‘‘এ দেশের মেয়েদের কারা নাচাচ্ছে? কারা তাঁদের খোলামেলা পোশাক পরাতে শেখাচ্ছেন?’’

তাঁর মতে, ‘‘মহিলারা এবং যুব সম্প্রদায় নির্লজ্জ হয়ে যাচ্ছে বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’’

একই সঙ্গে মানুষকে সততার পথে চলার পরামর্শ দিয়েছেন তিনি। দেশবাসী যাতে ধর্মের পথে চলেন সে জন্য প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন তারিক।

অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মওলানা তারিক জামিল। এক সময় তাঁকে কেঁদে ফেলতেও দেখা যায়।

তারিক যখন এ সব তত্ত্ব দিচ্ছেন তখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, টিভি চ্যানেলের সাংবাদিক ও মহিলা প্রতিনিধিরাও। তারিকের এমন তত্ত্বের প্রতিবাদ করেননি কেউই।

সম্পর্কিত পোস্ট