চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, দাবী পামেলা গোস্বামীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার মাদককাণ্ডে গ্রেফতার হন বিজেপির যুব মোর্চার সম্পাদক পামেল গোস্বামী। শনিবার তাঁকে আদালতে আনা হলে কোর্ট লক-আপে বিস্ফোরক অভিযোগ তোলেন পামেলা। চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, অভিযোগ তোলেন পামেলা।

অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। ঘটনার তদন্ত করে রাকেশ সিংকে গ্রেফতারের দাবী করেন তিনি।

শুক্রবার নিউ আলিপুরে গ্রেফতার হন বিজেপির যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী এবং তাঁর সঙ্গী প্রবীর কুমার দে। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ৯০ গ্রাম কোকেন। পুলিশের দাবী যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

পুলিশের তরফে দাবী করা হয়, দীর্ঘদিন ধরে নিউ আলিপুর এলাকায় মাদক কারবার চালাতেন পামেলা। শুক্রবার তাই আগে থেকেই ওত পেতেছিল পুলিশ। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। একটি কফি শপের সামনে আসতেই তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুনঃ মাদক সহ গ্রেফতার বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী

শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়। সেখানেই বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। পাল্টা রাকেশ সিং বলেন, পুলিশ তদন্ত করছে। আসল সত্য কি তা সময় হলেই জানা যাবে।

এমনিতেই বিজেপি শিবিরের প্রভাবশালী নেতৃত্বদের সঙ্গে ওঠাবসা ছিল পামেলার। সেখান একাধিক সাংসদের সঙ্গে যোগ ছিল তাঁর। পুলিশের তরফে আরও দাবী করা হয়, পামেলা এবং প্রবীরের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক।

কীভাবে মাদক আসত, আর কীভাবে তা পাচার করা হত? সেই পাচারের সঙ্গে অন্যান্য কারা যুক্ত রয়েছ? তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট