ফের কোকেনকাণ্ডে রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পামেলার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার আদালতে যাওয়ার সময় পামেলা গোস্বামী ফের বিস্ফোরক হন। ষড়যন্ত্র করেই রাকেশ সিং তাঁর গাড়িতে মাদক রেখেছিল। শুধুমাত্র তাই-ই নয়, অনেকদিন ধরেই পামেলাকে শারীরিক নির্যাতন করতেন রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন পামেলা।
কোকেনকাণ্ডে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পামেলার ফোন থেকে বেশ কিছু চাঞ্চল্যকর অডিও ক্লিপ উদ্ধার করেন লালবাজার। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওই অডিও ক্লিপে।
বিজেপি নেত্রীর ফোন থেকে পাওয়া অডিও ক্লিপের সূত্র ধরেই তদন্তে নামতে চলেছে গোয়েন্দারা। বৃহস্পতিবার পামেলাকে আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, পামেলাকে হেফাজতে নিয়ে তদন্তের জন্য আদলতের অনুমোদন চাইবে লালবাজার।
তবে বিজেপির আর কারোর বিরুদ্ধে অভিযোগ নেই বলে দাবী করেছেন পামেলা। একইসঙ্গে পুলিশ আইনের ওপর আস্থা রয়েছে বলে দাবী করেন তিনি। দোষীরা দ্রুত শাস্তি পাবে বলে দাবী পামেলার।
আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে ‘শান্তিনিকেতন’ –এ সিবিআই হানা নিয়ে ঠাকুরনগরে মুখ খুলবেন অভিষেক?
অন্যদিকে, বুধবার রাকেশ সিংকে আদালতে পেশ করা হয়। রাকেশের আইনজীবীর তরফে দাবী করা হয়, তিনি এই ঘটনার সাক্ষী ছিলেন। সময় নেওয়ার পরেও তাঁকে কেন গ্রেফতার করা হল? সেই প্রশ্নও তোলা হয়। এর পিছনে স্পষ্ট রাজনীতি রয়েছে। একইসঙ্গে দ্রুত জামিনের জন্য আবেদন করে রাকেশের আইনজীবী।
রাকেশ সিংকে ১ মার্চ অবধি পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, পামেলা গোস্বামীর বয়ানের ভিত্তিতে রাকেশ সিংকে গলসি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, চলতি মাসেই কয়েক লক্ষ টাকা কোকেন সহ নিউ আলিপুরে গ্রেফতার হন বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন দাবী করেন পামেলা।