বেতন বৃদ্ধির দাবিতে পার্শ্ব-শিক্ষকদের আন্দোলনে ধুন্ধুমার, বাজেটে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির প্রস্তাব মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার ছিল পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সুবোধ মল্লিক স্কোয়ারে।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন পার্শ্বশিক্ষকরা। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা।

এদিন দুপুর বারোটা নাগাদ পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযানের কথা থাকলেও প্রথম থেকেই দফায় দফায় বাধাপ্রাপ্ত হন তারা। দুপুর আড়াইটে নাগাদ ধৈর্যের বাঁধ ভাঙে। পার্শ্বশিক্ষকরা পুলিশের ব্যারিকেড সরিয়ে বিধানসভার দিকে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ।

আন্দোলনকারীদের একাংশ জানিয়েছেন পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে আমরা ন্যায্য দাবিতে কর্মসূচি রেখেছিলাম। আমরা ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে পারি না। মুখ্যমন্ত্রীর আমাদের প্রতি কোনো সহানুভূতি নেই।

উল্লেখ্য, বেতনকাঠামোর স্থায়ীকরণ দাবি জানিয়ে নবান্ন অভিযান ডাক দেয় পার্শ্বশিক্ষকরা। দীর্ঘদিন ধরে তারা তাদের দাবি সরকারকে জানিয়ে এলেও আখেরে কোনো লাভই হয়নি।

প্রসঙ্গত, বিধানসঙা নির্বাচনের আগে আজ বিধানসভায় অন্তবর্তী বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিক্ষা খাতে বিপুল বরাদ্দ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের মুখে পরিকাঠামো খাতে ঢালাও বরাদ্দ এবারের বাজেটে

স্কুল তৈরীর প্রস্তাব থেকে শুরু করে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব অন্তর্বর্তীকালীন বাজেটে রেখেছেন মমতা। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন চালাচ্ছেন পার্শ্বশিক্ষকরা।

আজ বাজেটে মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে পার্শ্বশিক্ষকদের। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কিছুটা হলেও পার্শ্বশিক্ষকদের ক্ষোভ প্রশমন সম্ভব হবে।

তবে বিরোধীদের কথায়, আজ মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তা ভোটমুখী হলেও জনমুখী নয়। এর আগেও তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করা সম্ভব হয়নি। গত বারের বাজেটে তিনি যে প্রস্তাব দিয়েছিলেন তার কতটা কী বাস্তবায়ন করেছেন এদিন সে বিষয়ে কোনো মন্তব্য তিনি করেননি।

সম্পর্কিত পোস্ট