Paray Sikshalaya : বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে পাড়ায় শিক্ষালয়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য আগামিকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’ ( Paray Sikshalaya )কর্মসূচি। সম্পূর্ন করোনা বিধি মেনে এই কর্মসূচি চালু করার জন্য বিদ্যালয় শিক্ষা দফতরের তরফে স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে।প্রথম দিনে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত অন্তত একটি করে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

পাড়ায় শিক্ষালয় ( Paray Sikshalaya ) কর্মসূচি রূপায়ণ নিয়ে স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি এই নির্দেশ দেন।তার প্রেক্ষিতে সব স্কুলের প্রধান শিক্ষকদেরও এই একই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে।

Paray Sikshalaya

স্কুল শিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছে, বড় জায়গায় ৮০ থেকে ১০০ জন পড়ুয়া, ছোট জায়গায় ৪০ থেকে ৫০ জন পড়ুয়া নিয়ে পাড়ায় শিক্ষালয় ( Paray Sikshalaya ) কর্মসূচির ক্লাস করা যাবে। যদি কোনও ছাত্র ছাত্রীর বাড়ি স্কুল থেকে দূরে হয় তাহলে তার নিকটবর্তী স্কুলের যেখানে পাড়ায় শিক্ষালয় প্রকল্পের ক্লাস নেওয়া হচ্ছে সেখানে গিয়ে সে ক্লাস করতে পারবে।

School Reopening Friday : শুক্রবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীরা পড়ুয়ারা যেতে পারবে স্কুলে

ইতিমধ্যেই পাড়ায় শিক্ষালয় ( Paray Sikshalaya ) প্রকল্পের অধীনে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ক্লাস কোন কোন সময় নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত সময়সীমা সহ নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সপ্তাহে অন্তত দুদিন করে প্রত্যেকটি শ্রেণির ক্লাস নিতে হবে। দু’ ঘণ্টা ধরে ক্লাস নিতে হবে।

স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে সূচি তৈরি করে দেওয়া হয়েছে তাতে সোমবার ও বৃহস্পতিবার হবে সপ্তম শ্রেণির ক্লাস, মঙ্গলবার ও শুক্রবার করে হবে ষষ্ঠ শ্রেণির ক্লাস, বুধবার ও শনিবার হবে পঞ্চম শ্রেণির ক্লাস। সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত দুটি সেশন এ অন্তত ক্লাস নিতে হবে।

সম্পর্কিত পোস্ট