জাতীয় কর্মসমিতির তালিকা প্রকাশ, রয়েছেন মমতা-পার্থ-অভিষেক-বক্সি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   আজ ৪ পুরনিগমের নির্বাচন মিটল। আসন্ন ১০৮ টি পুরসভার নির্বাচন। তার আগেই দলের অন্দরে চলছে ডামাডোল। শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের  রেজিস্টার্ড অফিসে বৈঠক বসেছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রীর হওয়ার পর পাঁচ-ছ’জনের নাম বলেছিলেন আপাতত কাজ চালানোর জন্য। আজ তাদেরই মূলত ডেকেছিলেন। আজ সর্বভারতীয় তৃণমূলের জাতীয় কর্ম সমিতির নাম ঘোষণা চূড়ান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদাধিকারীদের তালিকা প্রকাশ অতি শীঘ্রই তিনি করবেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় কর্মসমিতি ঘোষণা করলেন। সেখানে নাম রয়েছে,  মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বারিক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব-এই ১৬ জনের নাম। পদাধিকারীর নাম পরে চূড়ান্ত হবে।

সম্পর্কিত পোস্ট