Partha Chatterjee : সুপ্রিম কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়, শুক্রবার শুনানির সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এসএসসি দুর্নীতি কাণ্ডে সিবিআই জেরার মুখে এবার সুপ্রিম কোর্টে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে মামলা দায়ের করার প্রক্রিয়া শেষ। হয়তো শুক্রবারই হতে পারে এই মামলার শুনানি।

বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি কান্ডের রক্ষাকবচের আরজে নিয়ে বিচারপতির হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী আইনজীবী। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি ট্যান্ডন।

রাজনৈতিক কোন্দলের পাশাপাশি পরপর শুট আউট, প্রশাসনের মাথাব্যথার কারণ ব্যারাকপুর

তাই শুক্রবার ফের পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিচারপতি সুব্রত তালুকদার ও আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। এদিন উপস্থিত ছিলেন না বিচারপতি আনন্দ মুখোপাধ্যায় তাই শুক্রবার ফের পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবিকে ফিরে যেতে বলেন সুব্রত তালুকদার।

একই সঙ্গে এদিন সুব্রত তালুকদার মন্তব্য করেছেন আমরা নিজেদের নির্দেশের বিরুদ্ধে কিভাবে যাব? ডিভিশন বেঞ্চ থেকে ধাক্কা খেয়ে তাই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখন দেখার জরুরী ভিত্তিতে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আদৌ শুক্রবার হয় কিনা।

সম্পর্কিত পোস্ট