এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ ২৬ ঘন্টা জেরার পর ইডি গ্রেফতার করল পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশেষে গ্রেফতার হলেন। শুক্রবার সকাল ৮ টা থেকে তাঁকে জেরা শুরু করে ইডি। অবশেষে শনিবার ৯:৪৫ এ তাঁকে গ্রেফতার করা হয়।
দীর্ঘ ২৬ ঘন্টা জেরার পর ইডি গ্রেফতার করল পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশেষে গ্রেফতার হলেন। শুক্রবার সকাল ৮ টা থেকে তাঁকে জেরা শুরু করে ইডি। অবশেষে শনিবার ৯:৪৫ এ তাঁকে গ্রেফতার করা হয়। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের মিনিটখানেক পরই গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকেও।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি রাজ্যের শাসকদলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
রাতেই গ্রেফতার হতে পারেন পার্থ চট্টোপাধ্যায়!
এসএসসি কেলেঙ্কারিতে বহু কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে, এই অভিযোগে শুক্রবার সকালে পার্থ চট্টোপাধ্যায় সহ তাঁর ঘনিষ্ঠ ও শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত থাকা একাধিক আধিকারিকের বাড়িতে একসঙ্গে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাকিদের বাড়িতে তল্লাশি অভিযান গতকালই শেষ হলেও পার্থ ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে রাত পেরিয়ে শনিবার সকালেও তল্লাশি চালিয়ে যায় ইডি। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় তাঁদেরকে।
অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকার পাশাপাশি ৫০ লক্ষ টাকার সোনার গয়না খুঁজে পেয়েছে ইডি। সঙ্গে ২০ টি মোবাইল ফোন! তবে টাকার পরিমাণ বাড়তে পারে। কারণ নোট গণনা এখনও চলছে! সেই সঙ্গে বেলঘরিয়ার একটি বহুতল আবাসনে অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাটের হদিস পাওয়া গিয়েছে।
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরেক মহিলার কথা জানা গিয়েছে যিনি বাংলার অধ্যাপিকা, নাম মোনালিসা দাস। শান্তিনিকেতনের এই মহিলার নামে ১০ টি ফ্ল্যাট আছে বলে খবর।