Partha Chatterjee : SSC মামলায় বিপাকে পার্থ, বুধবারের শুনানিতে নির্ভর করছে ‘গ্রেফতারির’ ভবিষ্যত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee ) সিবিআইয়ের (CBI) কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের (Kolkata Highcourt)। ‘প্রয়োজন মনে হলে গ্রেফতারও করতে পারবে সিবিআই’। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ হাইকোর্টের। এসএসসি (SSC) নিয়োগ মামলায় পার্থকে হাজিরার নির্দেশ হাইকোর্টের।

সাড়ে ৫টার মধ্যে সিবিআইয়ের কাছে পার্থকে হাজিরার নির্দেশ। কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ হাইকোর্টের। এসএসসির গ্রুপ ডি (SSC Group D), নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা।

Partha Chatterjee

অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) আইনজীবী। একক বেঞ্চের নির্দেশ হাতে না পাওয়ায় সিবিআইয়ের দফতরে হাজিরার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতিরা।

২ সপ্তাহের মধ্যে বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ

বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন জানতে চায়, একক বেঞ্চের নির্দেশনামা  হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা। কিন্তু দেখা যায়, তখনও একক বেঞ্চের নির্দেশ আপলোড হয়নি। এর পরই ডিভিশন বেঞ্চ সিবিআই অফিসে হাজিরা-সহ এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।

বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত স্থগিতাদেশ, মামলার পরবর্তী শুনানি তখনই শুরু হবে।

সম্পর্কিত পোস্ট