গ্রেফতারির ৬ দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গ্রেফতারির ৬ দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। পরিষদীয়, শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি মন্ত্রীত্ব হারা হলেন পার্থ চট্টোপাধ্যায়। বিগত এক সপ্তাহের মধ্যে দু-দুবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তারপরেও কেন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়নি তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন বিরোধীরা।
একই প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন দলের অন্দরেই তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। মনে করা হচ্ছে কার্যত চাপে পড়েই পার্থ চট্টোপাধ্যায় তড়িঘড়ি মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে। কিছুক্ষণ আগেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিজ্ঞপ্তি জারি করে এসে কথা জানিয়ে দিয়েছেন।
পার্থর ভবিষ্যত কোন দিকে ? লক্ষ্মীবারের বিকেলে বৈঠক অভিষেকের
প্রসঙ্গত নবান্নে আজ ক্যাবিনেট বৈঠক ছিল। সেই বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে কোনোরকম আলোচনা হয়নি বলেও সূত্র মারফত জানা গিয়েছে। মাত্র ১৫ মিনিটের মধ্যেই শেষ বৈঠক শেষ হয়ে যায়। তারপর এই বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফ এ কথা জানানো হয়েছে।
আর কিছুক্ষণ পরেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে দলীয় বৈঠক তৃণমূল ভবনে। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে সেই বৈঠকের পরেই দলের মহাসচিবের পদ, শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য পদ, এবং জাগো বাংলার সম্পাদকের পদ থেকে সরানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয় দল থেকে বহিষ্কার করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে।