অসুখ যেন অনেকটাই উধাও, ভোরে কলকাতায় ফিরলেন পার্থ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একদিনের ভুবনেশ্বর সফর শেষ করে মঙ্গলবার কাকভোরে কলকাতায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। সকাল সাড়ে ছটা নাগাদ তাঁকে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় ইডি। তাৎপর্যপূর্ণ বিষয়ে হল ভুবনেশ্বর যাওয়ার সময় এবং সেখানে পৌঁছে যে শরীর খারাপের কথা বলেছিলেন পার্থবাবু এদিন সেটা যেন অনেকটাই উধাও। কারণ কলকাতা বিমানবন্দরে পৌঁছে পায়ে হেঁটেই ইডির গাড়িতে ওঠেন পার্থ।
সোমবার রাতে পার্থকে নিয়ে ইডি আর কলকাতায় ফেরেনি। রাতটা ভুবনেশ্বর এইমসেই কাটান রাজ্যের এই হেভিওয়েট রাজনীতিবিদ। কিন্তু ভোর হতেই তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন ইডির আধিকারিকরা। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভুবনেশ্বর থেকে কলকাতাগামী বিমানে উঠেও পড়েন তাঁরা।
ইকোপার্কে চিড়িয়াখানা ! দেখা মিলবে বাঘ, সিংহ থেকে শুরু করে কুমিরেরও
কলকাতা আপাতত সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে রাখা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। একই জায়গায় রাখা হয়েছে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে। সোমবার আদালত ৩ আগস্ট পর্যন্ত তাঁদের দুজনেরই ইডি হেফাজতের নির্দেশ দেয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার থেকেই লাগাতার জেরা করা হবে পার্থ ও অর্পিতাতে। প্রয়োজনে তাঁদের মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে।
সূত্রের খবর এসএসসি দুর্নীতি মামলায় আরও কয়েক জায়গায় অভিযান চালাতে পারে ইডি। কারণ আরও কয়েক জায়গায় বিপুল পরিমাণ নগদ অর্থ লুকিয়ে রাখা আছে বলে তাদের অনুমান।