ডিভিশন বেঞ্চে ফের ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়ের, খারিজ রক্ষাকবচের আর্জি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এসএসসি দুর্নীতি কান্ডে আরও বিপাকে পড়লেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  রক্ষাকবজের আবেদন খারিজ করল বিচারপতি তালুকদারের বেঞ্চ।  অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক নয়।  জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।

ঘটনাচক্রে শুক্রবার দ্বিতীয় বার পার্থ চট্টোপাধ্যায় কে তলব করেছে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আধিকারিকরা। অন্যদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুক্রবার ধাক্কা খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে  প্রয়োজনীয়তা থাকলে পার্থ চট্টোপাধ্যায় হেফাজতে নিতে পারবে সিবিআই।

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম ৪ শিশু, চাঞ্চল্য এলাকায়

‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই। নিজে থেকে তাঁর পদত্যাগ করা উচিত। নাহলে আশা করব মুখ্যমন্ত্রী-রাজ্যপাল তাঁকে সরানোর বিষয়টি ভেবে দেখবেন।’ বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক। এমনই আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

আগামী সপ্তাহে সিবিআই-এর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আরও তথ্য জানতে চায় সিবিআই। প্রথমবার বয়ানে পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য খতিয়ে দেখা হয়েছে। তথ্য খতিয়ে দেখার পর যে নতুন প্রশ্ন উঠেছে তারই উত্তর চাইতে পারে সিবিআই। জানা গিয়েছে সূত্র মারফত।

সম্পর্কিত পোস্ট