দলবিরোধী কাজের জন্য পদ হারালেন পার্থসারথি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে বড়সড় ধাক্কা খেয়েছিল তৃণমূল। তার মধ্যে অন্যতম ছিল মতুয়া প্রভাবিত দুই মহকুমা এলাকা বনগাঁ ও রানাঘাট। দুটি লোকসভা কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি।
এই নির্বাচনের পরেই কারণ দলের মূল্যায়নে নামে রাজ্যের শাসক শিবির। এই পরাজয়ের কারন খুঁজতে বসে চোখে পড়ে দলেরই কিছু নেতা পর্দার আড়ালে হাত মিলিয়ে বসে ছিলেন গেরুয়া শিবিরের সঙ্গে। তার জেরেই এই হার। এরপরেই দলেরই কিছু নেতার ভূমিকা চলে আসে আতস কাঁচের নিচে।
এদের মধ্যে অন্যতম ছিলেন রানাঘাটের প্রাক্তন পুরপ্রধান তথা দলের জেলা কমিটির সহ সভাপতি(রানাঘাট) পার্থসারথী চ্যাটার্জী। এদিন দলবিরোধী কাজের জন্য তাঁকেই সরিয়ে দিল তৃণমূল।
আরও পড়ুনঃ কাটল না জোটের জট, বৃহত্তর আন্দোলনের পথে বাম-কংগ্রেস
গত লোকসভা নির্বাচনের আগে নদিয়া জেলায় তৃণমূলের দুটি পৃথক পৃথক জেলা সংগঠন গড়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী। এরপরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দল জয়ের মুখ দেখলেও রানাঘাটে দলকে পরাস্ত হতে হয়।
এই সময়েই অনেকে অভিযোগ তোলেন দলের বিরুদ্ধে বেশ কিছু কার্যকলাপ করেছেন পার্থসারথি। এরপরে সময়ের জল যত গড়িয়েছে, ততই পার্থসারথির বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ বেশি বেশি করে জমা পড়তে শুরু করে দলের নেতৃত্বের কাছে।
রাজনৈতিক মহলের মতে, সমস্ত অভিযোগের ভিত্তিতেই এদিন দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থসারথিকে। যদিও এদিন সেই পদক্ষেপ নেওয়া হয়েছে নদিয়া জেলা তৃণমূল নেতৃত্বের তরফে, রাজ্য তৃণমূলের তরফে নয়।