ভিন রাজ্য থেকে আগত যাত্রী Covid নেগেটিভ, তাও নজরে রাখবে স্বাস্থ্য দফতর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের নতুন সংস্করণ ওমিক্রণ প্রতিরোধের লক্ষ্যে রাজ্য সরকার আন্তর্জাতিক বিমান যাত্রীদের উপর বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। অন্য দেশ থেকে কলকাতায় যাত্রীদের বিমান বন্দরে আরটিপিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলেও তাঁদের শারীরিক অবস্থার ওপর ভবিষ্যতে কিছুদিন নজর রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর জেলা গুলিকে নির্দেশ দিয়েছে।

জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সৌমিত্র মোহন জানিয়েছেন,বিমানবন্দরে আর টি পি সি আর নেগেটিভ আসা আন্তর্জতিক বিমানের যাত্রীদের একসপ্তাহের জন্য নিভৃতবাসে থাকতে বলা হচ্ছে। ওই যাত্রীদের তালিকা সংশ্লিষ্ট জেলাশাসক ও কলকাতার পুলিশ কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

‘সবুজ সাথী’ সাইকেল এরাজ্যেই হবে তৈরী, আগ্রহী সংস্থার প্রস্তাব পেশ মুখ্যমন্ত্রীর দরবারে

ওই সব যাত্রীদের শারীরিক অবস্থা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে নিয়মিত খোঁজ খবর নিতে বলা হয়েছে। অষ্টম দিনে ওই সব যাত্রীরা যাতে পুনরায় করোনা পরীক্ষা করেন তাও নিশ্চিত করতে বলা হয়েছে। এই সময় তাঁদের কারও করোনা পজিটিভ রিপোর্ট এলে জেলা প্রশাসনকেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য এর আগেই করণা সংক্রমণ রুখতে রাজ্য সরকার কলকাতায় আগত অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান যাত্রীদের আর টি পি সি আর পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

সম্পর্কিত পোস্ট