‘Path’ of Lok Sabha : রাতের বিমানে কলকাতায় শাহ-নাড্ডা , লোকসভার ‘পথ’ ঠিক করে নিতে মঙ্গলে দফায় দফায় বৈঠক
কলকাতা বিমানবন্দরে অমিত শাহ ও জেপি নাড্ডা।
The Quiry : ‘Path’ of Lok Sabha শহরে শাহ-নাড্ডা , লোকসভার ‘পথ’ ঠিক করে নিতে মঙ্গলে দফায় দফায় বৈঠক। স্বাভাবিকভাবে শাহের এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁদের বিমানবন্দরে স্বাগত জানাতে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ রাজ্য বিজেপি নেতৃত্ববৃন্দ।
নির্দিষ্ট সূচি অনুযায়ী সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ ও জেপি নাড্ডা। সেখান থেকে তাঁরা সরাসরি নিউটাউনের বিলাসবহুল হোটেলে যান। সেখানেই রাত্রিবাস করেন। মঙ্গলবার সকাল থেকে গুরুদ্বার , কালীঘাট মন্দির দর্শন থেকে দলীয় নেতাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন শাহ-নাড্ডা। বিমানবন্দর থেকে বেরোনোর সময় ঢাক বাজিয়ে, স্লোগান দিয়ে শাহ-নাড্ডাকে অভ্যর্থনা জানান বিজেপি কর্মী-সমর্থকেরা। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে আসন্ন লোকসভা ভোটে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা এর থেকেই স্পষ্ট। এবার রাজ্য নেতৃত্বকে অমিত শাহ ও জেপি নাড্ডা কী বার্তা দেন, সেটাই দেখার।
‘Path’ of Lok Sabha : রাতের বিমানে কলকাতায় শাহ-নাড্ডা , লোকসভার ‘পথ’ ঠিক করে নিতে মঙ্গলে দফায় দফায় বৈঠক
আরও খবর- Google AI : বিনামূল্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কোর্স করার সুযোগ দিচ্ছে Google
দলীয় কর্মীদের এই উন্মাদনা দেখে গাড়ি থেকে নেমে সমর্থকদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথাও বলেন অমিত শাহ। ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়ার ভলান্টিয়ারদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন শাহ ও নাড্ডা। এরপর ফের নিউটাউনের হোটেলে ফিরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন ‘বিজেপির চাণক্য’ ও দলের সর্বভারতীয় সভাপতি। এই বৈঠকের পর সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি দিল্লির বিমান ধরবেন শাহ ও নাড্ডা। দলীয় কর্মীদের এই লক্ষ্যমাত্রা পূরণের রণকৌশল স্থির করতেই শাহ ও নাড্ডার এবারের কলকাতা সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।